মাত্র ২৫ বছর বয়সে টেনিসকে বিদায় বললেন এক নম্বর তারকা

Looks like you've blocked notifications!
অস্ট্রেলীয় টেনিস তারকা অ্যাশলি বার্টি। ছবি : সংগৃহীত

নারী টেনিসের এক নম্বর তারকা তিনি। অ্যাশলি বার্টি ধারাবাহিকভাবে পাচ্ছিলেন দারুণ সব সাফল্য। কিন্তু হঠাৎ চমক জাগানো খবর দিলেন তিনি। মাত্র ২৫ বছর বয়সে অবসরের ঘোষণা দিলেন এই অস্ট্রেলীয় তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বার্টি। সম্প্রতি বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন বার্টি। এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম।

২০১৯ সালে ফরাসি ওপেন জেতেছিলেন বার্টি। এর পর ২০২১ সালের উইম্বলডনে চ্যাম্পিয়ন হন তিনি।

এক ভিডিও সাক্ষাৎকারে ডবলসে নিজের সাবেক সঙ্গী কেসে ডেলাকুয়াকে বার্টি বলেন, ‘এটা একটা কঠিন সিদ্ধান্ত, আমি পরিষ্কার করে সবাইকে বলতে চাই। আমি তৈরি এবং খুশিও। আজ আমার কাছে এই মুহূর্ত খুবই কঠিন, আবেগে ভরে আসছে (চোখ) কারণ আজ আমি টেনিস থেকে অবসর ঘোষণা করছি।’

অস্ট্রেলীয় তারকা আরো বলেন, ‘আমি জানতাম না কিভাবে এই খবর আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তাই আমার বন্ধু কেসে ডেলাকুয়াকে সাহায্যের জন্য ডাকি। এই খেলা থেকে আমি যা পেয়েছি এর জন্য আমি গর্বিত। এই সফরে আমার সঙ্গে থাকা প্রত্যেককে ধন্যবাদ। আমি জানি নিজের কাছ থেকে সেরাটা বের করে আনার জন্য কতটা পরিশ্রম করতে হয়। শারীরিক ভাবে এর থেকে বেশি দেওয়ার মতো কিছুই নেই আমার। টেনিসকে সব কিছুই দিয়ে দিয়েছি আমি।’

মাত্র ২৫ বছর বয়সে কী কারণে অবসর নিলেন বার্টি তা এখনো পরিষ্কার নয়। অনেকেই তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়েছেন।