মানসিক স্বাস্থ্য সমস্যা কাটিয়ে দলে ফিরেছেন ম্যাক্সওয়েল

Looks like you've blocked notifications!

মানসিক স্বাস্থ্য সমস্যাজনিত কারণ দেখিয়ে গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তবে বিরতি নেওয়ার সময় জানিয়েছিলেন, দ্রুতই ফিরবেন তিনি। অবশেষে ভক্তদের আর অপেক্ষা করালেন না এই অসি তারকা। মানসিক সমস্যা কাটিয়ে ক্রিকেটে ফিরছেন মারকুটে এই অলরাউন্ডার। 

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। এর জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন ৩১ বছর বয়সী ম্যাক্সওয়েল।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার খবর নতুন হলেও বিগ ব্যাশে আগেই ফিরেছেন ম্যাক্সওয়েল। চলতি বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসের হয়ে দারুণ অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও ছন্দে ছিলেন তিনি। যে কারণে জাতীয় দলে জায়গা পেতে অপেক্ষা করতে হয়নি তাঁর।

ম্যাক্সওয়েল ফিরলেও বিগ ব্যাশে দারুণ সময় পার করা মারকাস স্টয়নিসকে দলে নেয়নি অস্ট্রেলিয়া। দলে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথদের মতো তারকা থাকায় স্ট্যান্ডবাই হিসেবে সুযোগ পেয়েছেন তিনি।

আগামী ২১ ফেব্রুয়ারি জোহানেসবার্গে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড

অ্যারন ফিঞ্চ, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিনস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।