মানুষের সেবা করা নাজমুলও করোনায় আক্রান্ত
করোনাকালের শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলের স্পিনার নাজমুল অপু। নিজের সাধ্যমতো সাহায্য করার পাশাপাশি সতীর্থদের ত্রাণও পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে। এত দিন ধরে মানুষের সাহায্য করা সেই অপুই এবার করোনায় আক্রান্ত।
মাশরাফী-নাফিসের পর গতকাল শনিবার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
জানা যায়, গত সপ্তাহে নাজমুলের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর গত বুধবার করোনা পরীক্ষা করিয়ে গতকাল দুপুরে তাঁর করোনা ধরা পড়ে। সংবাদমাধ্যমকে অপু নিজেই বিষয়টি নিশ্চিত করেন। নাজমুল অপু একা নন, তাঁর পরিবারের সদস্যরাও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
মাশরাফী, অপু ও নাফিসদের জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন তাঁর জাতীয় দলের সতীর্থরা। মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানসহ সবাই সতীর্থদের করোনার আক্রান্ত হওয়ার খবরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা চেয়েছেন।
এর মধ্যে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে দোয়া চেয়ে ফেসবুকে মাশরাফী লিখেছেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন, দ্রুত যেন সুস্থ হয়ে উঠতে পারি। আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। আমি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি, প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’
তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন মাশরাফী। গত শুক্রবার পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। এরপর গতকাল শনিবার রিপোর্টে পজিটিভ আসে। আপাতত ঢাকায় নিজের বাসায় আইসোলেশনে আছেন তিনি।