মালদ্বীপের মাজিয়ার সঙ্গে ড্র করল আবাহনী

Looks like you've blocked notifications!

এএফসি কাপের প্রাক বাছাইপর্বে ঢাকা আবাহনী লিমিটেড ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাবর ম্যাচটি ড্র হয়েছে। দুই দলের খেলা ২-২ গোলের সমতায় শেষ হয়।

এই ড্রয়ের ফলে কিছুটা ক্ষতিই হয়েছে আবাহনীর। প্লে-অফ পর্বে খেলা কঠিন হয়ে গেছে তাদের। আগামী ১২ ফেব্রুয়ারি মাজিয়ার বিপক্ষে তাদেরই মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে আবাহনী। সে ম্যাচে ৩-৩ গোলে ড্র অথবা জিলেই আবাহনী প্লে-অফ পর্বে খেলবে।

অবশ্য এএফসি কাপে নিজেদের মাঠে এখন পর্যন্ত হারেনি আবাহনী। এটি ছিল তাদের সবচেয়ে বড় সাফল্য।

ম্যাচের ৪০ মিনিটে গোল হজম করে আবাহনী। ইব্রাহিম হাসানের ক্রসে হেডে গোল করেন গ্রানাডার ফরোয়ার্ড এজেকিয়েল।

প্রথমার্ধের ইনজুরি সময়ে আবাহনী সমতায় ফিরে (১-১)। রায়হান হাসানের ক্রসে বল পেয়ে জোরাল ভলিতে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মেলসন আলভেস।

৬৫ মিনিটে আবার গোল হজম করে আবাহনী। হাসান নাইজের দূরপাল্লার শট আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেল ফিস্ট করেন। কিন্তু ফিরতি শটে লক্ষ্যভেদ করেন এজেকিয়েল।

ম্যাচের ৮০ মিনিটে ডিফেন্ডার রায়হানের থ্রো থেকে সানডে চিজোবা প্লেসিং শটে গোল করে খেলার সমতা ফেরান (২-২)। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ শেষ হয়।