মালদ্বীপে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ওয়ার্নার-স্ল্যাটার

Looks like you've blocked notifications!
ডেভিড ওয়ার্নার ও মাইকেল স্ল্যাটার। ছবি : সংগৃহীত

অনেক চেষ্টা করেও নিজেদের দেশে ঢোকার অনুমতি পাননি অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার, কোচ, ম্যাচ অফিসিয়াল ও ধারাভাষ্যকার। আইপিএল স্থগিত হওয়ার পর ভারত থেকে মালদ্বীপে চলে গেছেন তারা। একটি চাটার্ড বিমানে ৪০জন অস্ট্রেলীয়কে মালদ্বীপে পৌঁছে দিয়েছে বিসিসিআই।

আপাতত কিছুদিন মালদ্বীপে থাকতে হচ্ছে তাঁদের। আর সেখানেই নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়লেন ডেভিড ওয়ার্নার ও মাইকেল স্ল্যাটার। অবশ্য এমন ঘটনার খবর তাঁরা দুজনেই অস্বীকার করেছেন।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের খবরে জানা গেছে, মালদ্বীপের তাজ কোরাল হোটেলে থাকছেন অস্ট্রেলিয়ার সাবেক ও বর্তমান দুই ক্রিকেটার। সেখানেই নাকি দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এ ব্যাপারে  স্ল্যাটার বলেন, ‘আমরা দুজন ভালো বন্ধু। আমাদের মধ্যে কোনোকিছুই ঘটেনি।’

আর ওয়ার্নার বলেন, ‘আমি জানি না আপনারা এইসব খবর কোথায় থেকে পান। আপনারা যদি ঘটনাস্থলে উপস্থিত না থাকেন বা কোনো প্রমাণ ছাড়া এসব ভুল খবর লিখতে পারেন না।’

এদিকে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সব ধরনের বিমান যোগাযোগ বন্ধ। ভারত থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। তাই মালদ্বীপে থাকতে হচ্ছে ৪০জন অস্ট্রেলীয়কে।