মাশরাফীর ব্রেসলেট ৪২ লাখ টাকায় বিক্রি
করোনাভাইরাস মোকাবিলায় নিজের দেড় যুগের সঙ্গী পছন্দের ব্রেসলেট নিলামে তুলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। আশার কথা, বাংলাদেশ দলের সবচেয়ে সফল সাবেক এই অধিনায়কের ব্রেসলেট চড়া দামে বিক্রি হয়েছে। ৪২ লাখ টাকায় ব্রেসলেট কিনে নিয়েছে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন।
গত শনিবার বিকেল ৫টা থেকে আয়োজনকারী প্রতিষ্ঠান ‘অকশন ফর অ্যাকশন’-এর ফেসবুক পেজে নিলাম শুরু হয়েছে। ব্রেসলেটটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল পাঁচ লাখ টাকা।
এক বন্ধুর মামার মাধ্যমে ব্রেসলেটটি পেয়েছিলেন মাশরাফী। প্রায় সব সময়ই এটি তাঁর সঙ্গে ছিল।
মাশরাফীর ব্যবহার্য রুপার ব্রেসলেট নিলামের অর্থ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ব্যয় করা হবে।
জাতীয় দলে অভিষেকের পর থেকে যে ব্রেসলেট হাতে পরে প্রতিপক্ষের ওপর ক্ষিপ্রতার সঙ্গে বল করে উইকেট শিকার করে দল ও দেশকে জিতিয়েছেন সেই মাশরাফী।
এ বিষয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফী বিন মোর্ত্তজা জানিয়েছেন, ব্রেসলেট নিলামের প্রাপ্ত অর্থ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে দান করবেন, যা করোনাকালে দেশের দুস্থ মানুষের জন্য ব্যয় করা হবে।'
এদিকে, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন মাশরাফীর ব্রেসলেটটি কিনলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তা মুমিনুল ইসলাম জানান, তাঁদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাশরাফীকে 'উপহার' হিসেবে ফিরিয়ে দেওয়া হবে। সেটি এক অনুষ্ঠানের মাধ্যমে।