মাশরাফী-সাকিবকে একসঙ্গে পেয়ে কোচের উচ্ছ্বাস

Looks like you've blocked notifications!
দলের খেলোয়াড়দের সঙ্গে মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। ফাইল ছবি

লিজেন্ডস অব রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ এক সময় মাশরাফী বিন মোর্ত্তজার সতীর্থ ছিলেন। খেলোয়াড় হিসেবে কাছ থেকে দেখেছেন, এবার কোচ হিসেবেও তাঁকে পেয়েছেন দলে। রূপগঞ্জে খেলছেন মাশরাফী। আর সুপার লিগে মোহামেডান থেকে আসা সাকিব আল হাসানকে পেয়েছে তারা।

দুজনকে একসঙ্গে দলে পেয়ে দারুণ খুশি রূপগঞ্জের কোচ আফতাব হোসেন। আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের রূপগঞ্জের কোচ আফতাব বলেন, ‘মাশরাফী দলকে চাঙা রেখেছেন। সাকিব দলে যোগ দেওয়ায় আরও ভালো হয়েছে। সাকিব যেমন চ্যাম্পিয়ন, মাঠে ওর মানসিকতা তেমনই। মাশরাফী শুরু থেকেই সহযোগিতা করেছেন। সাকিবও একইরকম। একটা দলের জন্য তা বড় পাওয়া।’

রূপগঞ্জের শিরোপা জয়ে এখনো আশাবাদী দলটির কোচ, ‘গত বছরের আগের বছর আমরা আবাহনীর চেয়ে চার পয়েন্টে এগিয়ে ছিলাম। পরে আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে। কে জানে আমরাও এবার চ্যাম্পিয়ন হব না!’

এবারের লিগে রূপগঞ্জ দারুণ খেলছে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

লিগে দারুণ খেলছেন মাশরাফী। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে শিকার করেছেন ১৮ উইকেট। এক ম্যাচ খেলে দারুণ সাফল্য পেয়েছেন সাকিব। প্রাইম ব্যাংকের বিপিক্ষে ৭ ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। আর ব্যাট হাতে ২১ রান করেন।