মাস্ক ছাড়া বেরিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন জাদেজার স্ত্রী
নভেল করোনাভাইরাসজনিত পরিস্থিতির মধ্যে ঘর থেকে বের হলেই মাস্ক পরা বাধ্যতামূলক। বিভিন্ন দেশে বিষয়টিকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবুও অনেকেই বিষয়টি আমলে না নিয়ে মাস্ক ছাড়া বের হচ্ছেন। যেমনটা করেছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাদা। মাস্ক না পরার জন্য পুলিশের জেরার মুখে পড়লে উল্টো তর্কে জড়িয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, গত সোমবার রাতে রাজকোটে পুলিশ জাদেজার গাড়ি আটকায়। গাড়িতে জাদেজার মুখে মাস্ক থাকলেও তাঁর স্ত্রী রিভাদার মুখে ছিল না। যার কারণে স্থানীয় সময় রাত ৯টার দিকে কিষানপাড়া চক নামক স্থানে জাদেজার গাড়ি আটকে দেন এক নারী কনস্টেবল সোনাই গোসাই। মাস্ক না পরার শাস্তি হিসেবে জরিমানার কথা তুলেছিলেন ওই কনস্টেবল। এর পরই তর্কে জড়িয়ে পড়েন জাদেজার স্ত্রী।
পরে অবশ্য জাদেজা পুলিশের কাছে অভিযোগ করেছেন, ওই নারী কনস্টেবল খুব খারাপ আচরণ করেছেন। এরপর জানা গেছে, ভীষণ তর্কাতর্কির পর একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ওই নারী পুলিশ কনস্টেবল। তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, দুপক্ষ একে অপরের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলেছেন, তবে কোনো মামলা করা হয়নি।