মাহমুদউল্লাহ পাকিস্তান যেতে পারলে, মুশফিক কেন নয় : পাপন

Looks like you've blocked notifications!

পারিবারিক কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। মূলত নিরাপত্তা ইস্যুতেই এ সফরে যেতে চান না তিনি। জাতীয় দলে আছেন মুশফিকেরই পরিবারের আরেক সদস্য মাহমুদউল্লাহ। পাকিস্তান সফরে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু একই পরিবারের হয়ে মুশফিক দেখাচ্ছেন পারিবারিক ইস্যু। শুরুর দিকে বিষয়টি নিয়ে কোনো আপত্তি না করলেও এবার কিছুটা আক্ষেপ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাকিস্তানের বিপক্ষে মোট তিন ধাপে সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম দুই ধাপে খেলেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও একটি টেস্ট। বাকি একটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলতে এপ্রিলে ফের পাকিস্তান যাবে বাংলাদেশ। দেশের স্বার্থে সেই সফরে মুশফিকের যাওয়া উচিত বলে মনে করেন বিসিবি সভাপতি।

আজ মঙ্গলবার নাজমুল হাসান বলেন, ‘আমি  আশা করছি, পাকিস্তান সফরে সে যাবে। প্রত্যেক চুক্তিভুক্ত খেলোয়াড়ের যাওয়া উচিত। দেশের কথাও চিন্তা করতে হবে, সব সময় নিজের কথা চিন্তা করলে হবে না। প্রত্যেকের পরিবার গুরুত্বপূর্ণ, কিন্তু দেশটা বেশি গুরুত্বপূর্ণ। এটা মাথায় থাকতে হবে। তারা চুক্তিভুক্ত খেলোয়াড়, দেশের খেলা হলে খেলতে হবে। এটা নিয়ে কিছু না বলার নেই।’

এরপর পাপন বলেন, ‘পাকিস্তান ভিন্ন ইস্যু। আমি একটা জিনিস দেখি, আমাদেরও ভয় ছিল। তার (মুশফিক) বাড়ির লোকও তো খেলে এসেছে। আমি বলতে চাচ্ছি মাহমুদউল্লাহর বেলায় কিছু হবে না, মুশফিকের বেলায় খালি পরিবার কান্নাকাটি করবে নাকি। এর কম আমি বিশ্বাস করি না। কাজেই মাহমুদউল্লাহর কাছ থেকে সে শুনতে পারে, অন্যদের কাছ থেকে শুনতে পারে। মানে সে সিদ্ধান্ত বদলাতে পারে। আমি কাউকে আমরা জোর করব না। আমি মনে করি সবার সঙ্গে কথাবার্তা বললে যাওয়া উচিত।’