মিরাজ-মাহমুদুল্লাহর ব্যাটিং নৈপুণ্যে বরিশালের বড় সংগ্রহ
জিতলেই ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ, আর হারলেই বাদ। এমন সমীকরণকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) এলিমিনেটরে লড়ছে ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স। মিরাজ-মাহমুদুল্লাহদের দুর্দান্ত ব্যাটিংয়ে রংপুরকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ফরচুন বরিশাল। ফাইনালে যাওয়ার লড়াইয়ে থাকতে রংপুরের চাই ১৭১ রান।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে প্রথমে ব্যাটিং করে তিন উইকেটে ১৭০ রান তোলে বরিশাল। দলটির হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও মেহেদি হাসান মিরাজ। পাওয়ার প্লে’র ছয় ওভারে স্কোরবোর্ডে ৪৬ রান তুলে বড় স্কোরের ইঙ্গিত দেয় বরিশাল। দলীয় ৪৬ রানে ফ্লেচারের বিদায়ে প্রথম উইকেট হারায় বরিশাল।
এরপর মিরাজের সঙ্গে বড় জুঁটি গড়ে তোলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মিরাজ-মাহমুদুল্লাহর ব্যাটে বড় স্কোরের পথে এগিয়ে যেতে থাকে বরিশাল। তবে, ১১৫ রানে মাহমুদুল্লাহর বিদায়ে দ্বিতীয় উইকেটের পতন হয় বরিশালের। ব্যক্তিগত ৩৪ রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ।
রিয়াদের বিদায়ের পর ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেনি মিরাজও। ব্যক্তিগত ৬৯ রান করে বিদায় নেন এই ডানহাতি অলরাউন্ডার। দ্রুত সময়ে দুই সেট ব্যাটারকে হারিয়ে বরিশালের বড় স্কোরের আশা কিছুটা নিভে যায়। তবে, শেষদিকে করিম জানাত ও ভানুকা রাজাপাকশের ব্যাটে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় বরিশাল।
রংপুরের হয়ে শানাকা দুটি ও রকিবুল একটি উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল : ২০ ওভারে ১৭০/৩ (মিরাজ ৬৯, ফ্লেচার ১২, মাহমুদুল্লাহ ৩৪, করিম ৩৩*, রাজাপাকশে ১৭*; রকিবুল ৪-০-৩২-১, মুজিবুর ৩-০-১৯-০, হাসান ৪-০-৪৪-০, ব্রাভো ৪-০-২৯-০, মেহেদি ২-০-২৩-০, শানাকা ৩-০-২৩-২)।