মিলানের জয়রথ থামাল জুভেন্টাস

Looks like you've blocked notifications!
এসি মিলানের বিপক্ষে জিতল জুভেন্টাস। ছবি : সংগৃহীত

সিরি আয় চলতি মৌসুমে দারুণ ছন্দে ছুটছিল এসি মিলান। একের পর এক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার মিশনে সফল ছিল ক্লাবটি। অবশেষে মিলানের জয়রথ থামাল জুভেন্টাস। ১৫ ম্যাচে অজেয় থাকার পর ক্লাবটিকে মৌসুমের প্রথম হারের তেতো স্বাদ দিল আন্দ্রেয়া পিরলোর দল।

গতকাল বুধবার রাতে সিরি আ-তে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। দলের পক্ষে জোড়া গোল করেছেন ফেদেরিকো চিয়েসা, বাকি গোলটি এসেছে ওয়েস্টন ম্যাককেনির পা থেকে। এসি মিলানের একমাত্র গোলটি করেন দাভিদে কালাব্রিয়া। 

করোনার প্রভাবে দলের দুই নিয়মিত খেলোয়াড়কে ছাড়া খেলতে নেমেও আলো ছড়ালো জুভেন্টাস। ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ানরা। দিবালার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এগিয়ে যান চিয়েসা। এরপর সুযোগ পেয়ে দারুণ শটে জাল খুঁজে নেন তিনি।

২১ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পান ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু চিয়েসার বাড়ানো বলে ঠিকঠাক শট নিতে পারেননি পর্তুগিজ তারকা।

পাল্টা আক্রমণে ৪১ মিনিটে সমতায় ফেরে মিলান। দলের হয়ে বুলেট গতির শটে গোলটি করেন কালাব্রিয়া। কিন্তু সমতায় ফিরলেও নিজেদের ধরে রাখতে পারেনি মিলান। পাল্টা দুই গোল করে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

চলতি লিগে ৩৭ পয়েন্ট নিয়ে এখনো সবার ওপরে আছে এসি মিলান। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান। ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রোমা। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে জুভেন্টাস।