মুমিনুলের চোখে বাংলাদেশের যত প্রাপ্তি
শ্রীলঙ্কা সফরে সিরিজের প্রথম টেস্টে ড্র করলেও দারুণ কিছু সাফল্য পেয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হেরেছে মুমিনুল-তামিমরা। শেষ ম্যাচে হারলেও এই সিরিজ থেকে কিছু হলেও প্রাপ্তি আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
আজ সোমবার ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘সিরিজ হেরেছি বলে এই নয় যে, সব কিছুতে হেরে গেছি। জানি কিছু সমালোচনা হবে, অনেকেই অনেক কথা বলবে। অবশ্য এর মধ্যেও অনেক ইতিবাচক দিক আছে। আছে কিছু না কিছু প্রপ্তি।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘প্রথম টেস্টে আমরা যেটা করতে পেরেছি। সম্প্রতি আমরা এমন কিছু করতে পারিনি। আমার কাছে মনে হয়, প্রথম টেস্টে আমরা দল হিসেবে খেলতে পেরেছি। তামিম ভাইয়ের দুটি ৯০ রানের ইনিংস, শান্তর ১৬৩ রান, মুশফিক ভাই ও লিটনের হাফসেঞ্চুরি এবং তাইজুলের ৫ উইকেট বাংলাদেশ দলের প্রাপ্তি।’
পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ২০৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অবশ্য টেস্ট ইতিহাসে ৪৩৭ বা তার চেয়ে বেশি রানের লক্ষ্য কখনোই স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। তাই এই লক্ষ্য টপকাতে পারলে রেকর্ড গড়তো বাংলাদেশ।
টেস্ট ইতিহাসে এত রান তাড়া করে জয়ের কোনো নজির নেই। বাংলাদেশ তো কখনও ২১৫ রানের বেশি তাড়া করেও জিততে পারেনি। দেশের বাইরে চতুর্থ ইনিংসে তাদের ২৮২ রানের বেশি নেই।
এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে ২৫১ রানে অলআউট হয়েছিল। স্বাগতিকরা প্রথম ইনিংসে ৪৯৩ রান করেছিল। তারা দ্বিতীয় ইনিংসে ১৯৪ রান করে। তাই বাংলাদশকে ৪৩৭ রানের লক্ষ্য দেয় তারা।
এই হারে ১-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। এর আগে প্রথম টেস্ট ড্র হয়েছিল। আবশ্য সে ম্যাচে দারুণ কিছু সাফল্য পেয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।