মুশফিকের ব্যাট বিক্রির টাকায় বগুড়ায় করোনার নমুনা সংগ্রহের বুথ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট বিক্রির টাকায় বগুড়ায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য চারটি বুথ খোলা হয়েছে। গত বুধবার বুথ খোলার পরপরই বগুড়া সদর উপজেলার অর্ধশতাধিক মানুষ তাঁদের নমুনা দেওয়া শুরু করেন।
মুশফিকুর রহিম তাঁর নিজ এলাকার মানুষের করোনাভাইরাস পরীক্ষার জন্য নিরাপদে নমুনা সংগ্রহ করতে সম্প্রতি এই আর্থিক অনুদান দিয়েছেন। তাঁর অর্থায়নে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি ডক্টর সেফটি চেম্বার, তিনটি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি বুথ স্থাপন করা হয়েছে শহরের সেউজগাড়ীর রাবেয়া নার্সিংয়ের সামনে।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ক্রিকেটার তৌহিদ হৃদয়, তানজিদ তামিম প্রমুখ।
মুশফিকুর রহিম বুথ স্থাপন ছাড়াও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মীদের পিপিই, গ্লাভস, হেডকাভারসহ স্বাস্থ্যসামগ্রী, লকডাউনে থাকা ৩৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন।
জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানের নামে প্রতিষ্ঠিত সাকিব আল হাসান ফাউন্ডেশন থেকে ৩৫০টি পরিবারের জন্য খাবারের ব্যবস্থাও করে দেন মুশফিক।
দেশকে প্রথম ডাবল সেঞ্চুরি উপহার দেওয়া মুশফিকের ব্যাটটি নিলামে ২০ হাজার ডলারে কিনেছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ লাখ টাকার মতো। করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে আফ্রিদি প্রচুর ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছেন পাকিস্তানে। এই ব্যাটও কিনেছেন তাঁর ফাউন্ডেশনের মাধ্যমেই। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে এই ব্যাট দিয়ে ২০০ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক।