মুসলিম ক্রিকেটারের গায়ে মদ ঢেলে অনুতপ্ত এসেক্স

Looks like you've blocked notifications!
 লর্ডসের ব্যালকনিতে উল্লাস করছেন এসেক্সের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

বব উইলিস ট্রফির ফাইনালে সমারসেটের সঙ্গে ড্র করে গত রোববার শিরোপার উল্লাস করে ইংলিশ ক্লাব এসেক্স। তাই শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে দলটির খেলোয়াড়রা। বিয়ার ও শ্যাম্পেন ঢেলে লর্ডসের ব্যালকনিতে উল্লাস করেন এসেক্সের ক্রিকেটাররা।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের খবরে জানা গেছে, খেলোয়াড়রা উল্লাস করতে গিয়েই বিপত্তি ঘটে। মুসলিম ক্রিকেটারের গায়ে মদ ঢেলে আনন্দ করায় কড়া সমালোচনার মুখে পড়ে দলটি। অবশ্য এর জন্য দুঃখ প্রকাশ করেছে ক্লাবটি।

এসেক্সের মুসলিম ক্রিকেটার ছিলেন ২০ বছর বয়সী ফিরোজ খুশি। বব উইলিস ট্রফি দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। লর্ডসে ব্যালকনিতে দলের সতীর্থদের সঙ্গে শিরোপা উৎসবে মেতেছিলেন ফিরোজ। তিনি ব্যালকনির বাঁ-দিকে দাঁড়িয়ে ছিলেন। এই সময় তাঁর গায়ে মজা করে শ্যাম্পেন ঢালেন সতীর্থরা। ছবিতে দেখা যায়, ফিরোজের গায়ে বিয়ার-শ্যাম্পেন ঢালছিলেন দলের উইকেটরক্ষক উইল বাটলম্যান।

ছবিটি ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়ে এসেক্স। পূর্ব লন্ডনে জাতীয় ক্রিকেট লিগের প্রতিষ্ঠাতা সাজিদ প্যাটেল সমালোচনা করে বলেন, ‘ফিরোজ খুশি ব্যালকনির কোণায় দাঁড়িয়ে ছিল। নড়াচড়াও করতে পারছিল না। তখন সে একটা কাজই করতে পারত, ব্যালকনি থেকে লাফ দেওয়া। তাঁর গায়ে অ্যালকোহল জাতীয় পদার্থ ঢালার ছবিটা নারকীয় দৃশ্য।’

অবশ্য দলটির পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন এসেক্সের অধিনায়ক টম ওয়েস্টলি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত রোববার লর্ডসে শিরোপা উদযাপনের সময় আমরা কারো মনে কোনোভাবে আঘাত দিয়ে থাকলে নিজের ও দলের হয়ে ক্ষমা চাইছি। এসেক্সে আমরা খুব শক্তিশালী একটা ড্রেসিংরুম সংস্কৃতি গড়ে তুলেছি- যেখানে মাঠে ও মাঠের বাইরে আমরা সবাই সবাইকে সাহায্য করি। আমরা সবার পাশে থাকি। ভবিষ্যতে এমন কিছু যাতে না হয়, সেদিকে খেয়াল থাকবে।’

ক্লাবটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘অনেকদিন ধরে জাতিগত বৈচিত্র্য, আলাদা আলাদা ধর্মের ক্রিকেটাররা খেলছেন এই দলে। সবাই দলের ঐতিহ্য ভালোভাবে জানেন। খেলায় জাতিগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক পার্থক্য নিয়ে খেলোয়াড়দের সচেতন করতে আরো কাজ করতে হবে আমাদের। আনন্দ-উল্লাসের ব্যাপারে আরো সচেতন হতে হবে খেলোয়াড়দের।’