মুস্তাফিজের সহযোগিতা পেয়ে ভারতীয় পেসারের উচ্ছ্বাস  

Looks like you've blocked notifications!
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ও ভারতীয় পেসার চেতন সাকারিয়া। ছবি : সংগৃহীত  

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ খেলছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের কাটার মাস্টার এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন।   

ভারতের মাটিতে আইপিএল স্থগিত হওয়ার আগে ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। আর মরুর দেশে শুরুর পর ২ ম্যাচে ২ উইকেট নেন এই বাঁহাতি পেসার।

রাজস্থান দলে আছেন আরেক বাঁহাতি পেসার চেতন সাকারিয়া। সাকারিয়াকে বোলিং টিপস দিয়ে সহায়তা করছেন বাংলাদেশি পেসার। কাটার-মাস্টারের কাছে বোলিংয়ের বিভিন্ন দিক শিখছেন বলেও জানান সাকারিয়া।

মুস্তাফিজের মতো ৯ ম্যাচে ১০ উইকেট নেন সাকারিয়াও। তিনি বলেন, ‘মুস্তাফিজ আমাকে সব সময়ই  শিখতে সাহায্য করেন।  তার ভাবনা খুবই পরিষ্কার। নিজের পরিকল্পনায় সবসময় আস্থা রাখেন ফিজ। কোন পরিস্থিতিতে কখন কোন ধরনের বল করতে হবে তা ভালো জানেন তিনি। তিনি আমাকে নিয়মিত সহায়তা করছেন। আমি তার কাছে বোলিংয়ের উন্নতির জন্য শিখছি।’