মেকআপ নিয়ে সাংবাদিকের প্রশ্নে যা বললেন টেনিস তারকা
টেনিস কোর্টে সময়টা দারুণ কাটছে ইগা সিওনতেক। টেনিসের র্যাঙ্কিংয়ে যেমন এক নম্বর তারকা তিনি তেমনি দাপট চলছে টেনিস কোর্টেও। সদ্য শেষ হওয়া ফ্রেঞ্চ ওপেনেও নারী এককের মুকুট উঠেছে সিওনতেকের মাথায়।
কিন্তু বিশ্বের এক নম্বর তারকাকে সবসময় সাদামাটাই দেখা যায়। কোর্টে কখনো মেকআপে দেখা যায় না তাঁকে। বাইরেও এমন সাদামাটা থাকেন সিওনতেক?
সেই ব্যাপারেই জানার আগ্রহ জন্ম নেয় ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক ক্যাথরিন হুইটেকার। সংবাদ সম্মেলনে সিওনতেকের মেকআপ নিয়েই জানতে চান ক্যাথরিন। কিন্তু এই প্রশ্নের জবাবে কিছুটা বিব্রত হন সিওনতেক। প্রশ্নটির উত্তর একটি ঘুরিয়ে দেন ফ্রেঞ্চ ওপেনের রানি।
ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে ক্যাথরিনের প্রশ্নটা ছিল এমন, ‘কোর্টের বাইরে আপনি যখন পার্টিতে যান তখন কি আপনি মেকআপ ব্যবহার করেন? তখন কি এমন সামামাটাই থাকেন? আসলে অতীতে দেখেছি অনেকেই কোর্টে যাওয়ার আগে আয়নার সামনে অনেক সময় থাকে। কিন্তু আপনাকে খুব সাদামাটা লাগে। এটাই জানতে চাই?’
এর সঙ্গে সিওনতেকের প্রিয় শট নিয়ে জানতে চান ক্যাথরিন। তখন মেকআপের প্রশ্নে কিছুটা বিব্রত হয়েই ধন্যবাদ বলেন সিওনতেক।
এরপর বলেন, ‘কোর্টে আমি একটি টুপি পরে থাকি,তাই আমাকে আমার চুল নিয়ে চিন্তা করতে হয় না। এটি সবচেয়ে ইতিবাচক বিষয়। আমি মেকআপ করি না কারণ আমি মনে করি না যে আমার এটি করতে হবে। এ ছাড়াও আমি মনে করি না যে এটি কিছু পরিবর্তন করবে। আর মেকআপ করলেও কোর্টে বারবার তোয়ালে ব্যবহার করলে এটি থাকবে না।’
আর পরের প্রশ্নের উত্তরে সিওনতেক বলেন, ‘আমার কোচ মনে করেন, ঘাসের কোর্টেও আমি সমান দক্ষতায় ট্রফি জিততে পারি।’