মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

Looks like you've blocked notifications!
ব্রাজিল ও মেক্সিকোর লড়াই। ছবি : সংগৃহীত

টোকিও অলিম্পিক গেমসে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে ব্রাজিল। তারা টাইব্রেকারে ৪-১ গোলে মেক্সিকোকে হারিয়ে মুকুট ধরে রাখার মিশনে শেষ ধাপে পৌঁছে যায়।

আজ মঙ্গলবার কাশিমা সকার স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলে জিতেছে ব্রাজিল। ম্যাচের নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল, তাই অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। অতিরিক্ত সময়েও কোনো নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারে গড়ায়। সেখানে জয়ের উল্লাস করে ব্রাজিল। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ স্পেন ও জাপানের মধ্যকার ম্যাচের জয়ী দল।

ব্রাজিলের হয়ে অধিনায়ক দানি আলভেজ, মার্তিনেলি, গুইমারেস ও রেইনিয়ের লক্ষ্যভেদ করেন। বিপরীতে মেক্সিকোর আগুয়েইরোর শট গোলকিপার সান্তোস ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। ভাসকেজের শট পোস্টে লেগে ফিরে আসে। আর রোদ্রিগেস লক্ষ্যভেদ করলেও তাতে ম্যাচের ফলে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ২০১২ সালের পর আবারও ফাইনালে ওঠার সুযোগ থাকলেও মেক্সিকো তা কাজে লাগাতে পারেনি।

ম্যাচের শুরুতেই থেকে চাপ তৈরি করা ব্রাজিল দশম মিনিটে এগিয়ে যেতে পারত। তবে গিলেরমো শট রুখে দেন গোলরক্ষক গিলেরমো ওচোয়া।

২৮ মিনিটে মেক্সিকোর ডি-বক্সে তাদের এক ডিফেন্ডারের চ্যালেঞ্জে দগলাস লুইস পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে অবশ্য ভিএআরের সাহায্যে পাল্টান সিদ্ধান্ত।

২০১২ সালে লন্ডন অলিম্পিকের ফাইনালে এই মেক্সিকোর কাছে হেরেই স্বর্ণ জয়ের স্বপ্ন ভেঙেছিল ব্রাজিলের। পরের আসরেই ঘরের মাঠে অধরা সেই স্বাদ পায় তারা। এবার লক্ষ্য শ্রেষ্ঠত্ব ধরে রাখার।