মেসিকে ভালো বোঝেন গার্দিওয়ালা
লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবরে তোলপাড় ফুটবল বিশ্ব। নতুন মৌসুমে কোথায় পাড়ি জমাবেন আর্জেন্টাইন তারকা তা নিয়ে বেশ কৌতূহল ফুটবল ভক্তদের। চড়া দামে মেসিকে কেনার দৌড়ে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, পিএসজি, চেলসির মতো বেশ কয়েকটি দল। ম্যানসিটিকেই সম্ভাব্য ক্লাব হিসেবে ধরে নিচ্ছে অনেকে।
সাবেক বার্সা তারকা রিভালদোও মনে করেন মেসির জন্য ম্যানসিটিই সবচেয়ে উপযুক্ত। ম্যানসিটির কোচ পেপ গার্দিওয়ালাই নাকি মেসিকে সবচেয়ে বেশি ভালো বোঝেন বলে মনে করেন সাবেক এই ব্রাজিলীয় তারকা।
বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সাকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন মেসি। এর পরই আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ নিয়ে নানা কৌতূহল বিভিন্ন মাধ্যমে। এমন পরিস্থিতিতে রিভালদো আশা করেন, দুই পক্ষই সমঝোতায় পৌঁছাবে। তবে দীর্ঘ এই সম্পর্ক বিছিন্ন করে মেসিকে বার্সা ছাড়তে দেখলে খারাপ লাগবে সাবেক এই বার্সা তারকার।
বৃটিশ সংবাদমাধ্যম বেটফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে রিভালদো বলেন, ‘বার্সেলোনা তাদের সেরা খেলোয়াড়কে কোনোভাবেই হারাতে চায় না। তাই তারা তাকে থাকার জন্য বোঝানোর চেষ্টা করবে অথবা অন্য ক্লাবের থেকে ভালো প্রস্তাব পেলে তাকে ছেড়ে দিতে রাজি হবে। বিষয়গুলো যদি এভাবেই থাকে তাহলে বার্সেলোনার সঙ্গে মেসির গল্পের সমাপ্তিটা হবে দুঃখজনক। তবে ফুটবলে সবসময় প্রত্যাশা অনুযায়ী সব হবে না।’
মেসির পরবর্তী ক্লাব হিসেবে ম্যানসিটিকেই উপযুক্ত মনে করেন রিভালদো, ‘পরবর্তী ক্লাব হিসেবে ম্যানচেস্টার সিটি হতে পারে মেসির সেরা বিকল্প। তার এখন ৩৩ বছর। তবে তার মান ও প্রতিভা-দুটি নিয়েই কোনো প্রশ্ন নেই। আমি মনে করি, আরো কয়েক বছর সে শীর্ষ পর্যায়ে খেলতে পারে।’
গার্দিওয়ালা মেসিকে বেশি বোঝেন বলেও জানান রিভালদো, ‘মেসির সামর্থ্য সম্পর্কে গার্দিওয়ালার গভীর জ্ঞান রয়েছে এবং তার কাছ থেকে সেরাটা বের করে আনার একটি পথ খুঁজে বের করবেন তিনি। এমনকি আমি কল্পনা করতে পারি, মেসিকে ঘিরেই গার্দিওয়ালা তাঁর বাকি দল গড়ছেন। তাঁর প্রতিভা যেকোনো জায়গায়, যেকোনো সময় পার্থক্য গড়ে দিতে পারে। আমি নিশ্চিত, সে প্রিমিয়ার লিগে ম্যাচ জয়ী পারফরম্যান্স দেখাতে পারবে।’