মেসির গোলের দিনে পিএসজির শিরোপা উৎসব

Looks like you've blocked notifications!
পিএসজির শিরোপা জয়। ছবি : সংগৃহীত

ম্যাচজুড়ে আধিপত্য রাখা পিএসজিকে বিরতির পরই গোল করে এগিয়ে নেন লিওনেল মেসি। আর্জেন্টিনার এ তারকার গোলে জয়ের পথেই হাঁটছিল প্যারিসের ক্লাবটি।

কিন্তু, ম্যাচ শেষ হওয়ার ঠিক দুই মিনিট আগে হয়ে গেল অঘটন। পিএসজির দর্শকদের স্তব্ধ করে ম্যাচে সমতা ফেরাল লঁস। তাতেই বদলে গেল ম্যাচের ফলাফল। লঁসের বিপক্ষে লিগ ওয়ানে ড্র করে মাঠ ছাড়ল মাওরিসিও পচেত্তিনোর দল।

অবশ্য ড্র করলেও পিএসজির উৎসবে আঁচ পড়েনি। কারণ, ড্র করার পাশাপাশি চার ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করল পিএসজি।

গতকাল শনিবার রাতে লঁসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। শিরোপা নিশ্চিত করতে এখানে হার এড়ালেই চলত স্বাগতিকদের। লিওনেল মেসির গোলে সেটাই করেছে প্যারিসের ক্লাবটি।

গত মৌসুমে লিলের কাছে শিরোপা হারিয়েছিল পিএসজি। এবার সে শিরোপা উদ্ধার করল পিএসজি। এটি তাদের দশম শিরোপা। ফ্রান্সের শীর্ষ লিগে পেশাদার যুগে সাঁত এতিয়েনের এর আগে সবচেয়ে বেশি ১০টি শিরোপা জিতেছিল। এবার সেটি করল পিএসজি।

পিএসজিতে লিগ শিরোপা জিতে ক্লাব ক্যারিয়ারে নিজের ৩৬তম শিরোপা জিতলেন লিওনেল মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলির মধ্যে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডে দানি আলভেসের পাশে বসলেন আর্জেন্টাইন তারকা।