মেসির গোলে বার্সার দারুণ জয়

Looks like you've blocked notifications!

গত সেপ্টেম্বরে লা লিগার প্রথম দেখায় গ্রানাডার কাছে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। লিগের দ্বিতীয় দেখায় সেই দলটির বিপক্ষে ১-০ গোলে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে এই জয় পায় কাতালানরা।

ন্যু ক্যাম্পে বার্সেলোনার জয়ে একমাত্র গোলটি করেন মেসি। এই জয়ের সুবাদে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল তারা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। 

এদিনের ম্যাচে বার্সেলোনা শুরু থেকেই আক্রণাত্মক ছিল। তারা এগিয়ে যেতে পারত ষষ্ঠ মিনিটে। কিন্তু প্রতিপক্ষে গোলরক্ষকের দৃঢ়তায় আনসু ফাতির প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

বিরতির আগে মেসির আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। মেসির ফ্রি-কিক ক্রসবারের একটু ওপর দিয়ে বল চলে যায়।

৬৯ মিনিটে গ্রানাডার স্প্যানিশ ডিফেন্ডার সানচেস মেসিকে ফাউল করে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন।

এর কিছুক্ষণ পর বার্সেলোনা এগিয়ে যায়। ৭৬ মিনিটে গ্রিজম্যান ও আর্তুরো ভিদালের পা ঘুরে বল পেয়ে বল জালে জড়ান মেসি। এবারের লিগে মেসির এটি ১৪তম গোল। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে ১৭টি।