‘মেসি চলে গেলে লা লিগার বড় ক্ষতি হবে’
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে চলে যাচ্ছেন। আর্জেন্টাইন তারকা কাতালান ক্লাবটি ছেড়ে গেলে যেমন দলটির ক্ষতি হবে, তেমনি জৌলুস হারাবে লা লিগা। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড লুকা মদ্রিচও মনে করেন মেসির যাওয়াটা লিগের জন্য বড় ক্ষতি হবে।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে লুকা মদ্রিচ বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর যেমন ক্ষতি হয়েছিল, ঠিক তেমনই ক্ষতি হবে মেসি চলে গেলে। তবে এখন অতীত টেনে লাভ নেই। এটি ফুটবল, এটি এমনই।’
এখন পর্যন্ত ২১ বার লিওনেল মেসির দলের বিপক্ষে লড়াই করেছিলেন মদ্রিচ। ২০০৮ সালের পর রোনালদো ছাড়া একমাত্র তিনিই মেসিকে হারিয়ে ব্যালন ডি’অর খেতাব জিতেছিলেন। তিনি জানেন মেসিকে হারালে পরিস্থিতিটা কেমন হতে পারে।
মদ্রিচ আরো বলেন, ‘মেসি চলে গেলে লা লিগার মর্যাদায় বড় আঘাত আসবে। মেসির মতো তারকা লা লিগার জন্য খুবই প্রয়োজন ছিল।’
রোনালদো ক্লাব ছাড়ার পর রিয়াল মাদ্রিদকে দুইবার কোচ বরখাস্ত করতে হয়েছে। শেষ পর্যন্ত পুরোনো কোচ এসেই পরিস্থিতি সামাল দিয়েছেন। এখনো এই ক্ষত পুষিয়ে উঠতে পারেনি তারা। গত চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল থেকে বিদায় নেয় তারা।
তবে মেসির চলে গেলে রিয়াল মাদ্রিদের জন্য কিছুটা স্বস্তি হবে। স্পেনে আগের মতো আধিপত্য ফিরে পাবে রিয়াল। এ ব্যাপারে মদ্রিচ বলেন, ‘আমাদের তারুণ্য নির্ভর দল নেই। আমাদের দলটি অভিজ্ঞতায় ভরা। দলে কিছু তরুণ রয়েছে যারা ভালো করবে। দল নতুন খেলোয়াড় কিনবে কি না জানি না। তবে বর্তমান দলটি যথেষ্টই ভারসাম্যপূর্ণ। এটি আমরা লা লিগায় প্রমাণ করেছি। আমরা কঠোর পরিশ্রম করেছি। যে কারণেই আমরা শিরোপা জিতেছি। এটি ছিল আমার দ্বিতীয় লা লিগার শিরোপা। আমি আরো বেশি শিরোপা জয় করতে চাই।’