মেসি-রোনালদো-নেইমারের পর ১০০ মিলিয়নে কোহলি

Looks like you've blocked notifications!
ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন অনুসারীর মাইলফলক ছুঁলেন কোহলি। ছবি : সংগৃহীত

ক্রিকেট বিশ্বে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকা বিরাট কোহলি। গত এক দশকের সেরা ক্রিকেটারও তিনি। এবার নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন ভারতীয় অধিনায়ক। সেটা হলো ইনস্টাগ্রামে অনুসারী সংখ্যাতে।

ইনস্টাগ্রামে ১০০ মিলিয়নেরও বেশি অনুসারী এখন কোহলির। এর আগে মাত্র তিনজন খেলোয়াড় এত অনুসারীর মালিক হয়েছেন। তাঁরা হলেন–তিন জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রাজিল সুপারস্টার নেইমার। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের প্রথম ক্রিকেটার ও চতুর্থ খেলোয়াড় হিসেবে এই সংখ্যক অনুসারীর মালিক হয়েছেন কোহলি।

কোহলির ব্যক্তিগত এই অর্জনকে স্বাগত জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নিজেদের অফিশিয়াল ফেসবুকে পেইজ থেকে এক পোস্টে লিখেছে, ‘বিরাট কোহলি—প্রথম ক্রিকেট তারকা, যিনি ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন অনুসারীর মাইলফলক ছুঁলেন।’

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় রোনালদোর ধারেকাছে কেউ নেই। ২৬৫ মিলিয়ন মানুষ তাঁকে অনুসরণ করেন। বার্সেলোনার লিওনেল মেসি ১৮৬ মিলিয়ন মানুষ। আর ১৪৭ মিলিয়ন মানুষ অনুসরণ করছেন ব্রাজিল তারকা নেইমারকে।