মেহেদি ঝড়ে মোহামেডানকে হারাল গাজী গ্রুপ

Looks like you've blocked notifications!
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ। ছবি : বিসিবি

১৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। তাড়া করতে নেমে ঝড় তুললেন মেহেদি হাসান। মাত্র ৫৮ বলে খেললেন ৯২ রানের অসাধারণ ইনিংস। বলতে গেলে একাই দলকে টানলেন তিনি। তরুণ এই অলরাউন্ডারের ব্যাটিংয়ের দিনে পাত্তাই পেল না মোহামেডান। মেহেদির উজ্জ্বল দিনে তিন বল হাতে রেখেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

আজ বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগের ম্যাচে মোহামেডানকে তিন উইকেটে হারাল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যাট হাতে ৯২ রানের পাশাপাশি বোলিংও অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন মেহেদি। বল হাতে ৪ ওভারে ২২ রান খরচায় দুই উইকেট নিয়েছেন মেহেদি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৬৫ রানে আটকে যায় মোহামেডান। দলের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৫৯ রানের ইনিংস খেলেন শুভাগত হোম। ৩২ বলে ৪১ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এ ছাড়া ২৮ রান আসে ইরফান শুক্কুরের ব্যাট থেকে।

জবাব দিতে নেমে ম্যাচের ভাগ্য গড়ে দেন মেহেদি। জীবন পেয়েও ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন তিনি। মেহেদির ব্যাটে চড়ে ১৯.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী গ্রুপ। ৯২ রান করতে মেহেদি খেলেছেন ১১ বাউন্ডারি ও তিনটি ছক্কা। বাকিরা ততটা উজ্জ্বল ছিলেন না। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর :

মোহামেডান: ২০ ওভারে ১৬৫/৬ (পারভেজ ৪১, মজিদ ১০, ইরফান ২৮, শামসুর ৮, শুভাগত ৫৯*, নাদিফ ০, মাহমুদুল ১৪, আবু জায়েদ ০*; আতিক ৪-০-৩৩-২, মেহেদি ৪-১-২২-২, নাহিদ ৪-০-৪৭-০, সৌম্য ৩-০-২১-০, তারেক ৪-০-৩০-২, মাহমুদউল্লাহ ১-০-১১-০ )।

গাজী গ্রুপ: ১৯.৩ ওভারে ১৬৬/৭ (মেহেদি ৯২, সৌম্য ২২, শাহাদাত ২, মুমিনুল ৮, মাহমুদউল্লাহ ৮, ইয়াসির ১১, আরিফুল ৫, আকবর ১১*, নাহিদ ১*; আবু জায়েদ ৪-০-৩২-০, রুয়েল ৪-০-৪৫-০, শুভাগত ৪-০-২৯-২, আসিফ ৪-০-২২-৩, মাহমুদুল ১-০-১৪-০, ইয়াসিন ২.৩-০-২৩-২)।

ফল: ৩ উইকেটে জয়ী গাজী গ্রুপ ক্রিকেটার্স।

ম্যান অব দ্য ম্যাচ: মেহেদি হাসান।