মে মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ। ফাইল ছবি

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে লঙ্কানরা। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা ও চট্টগ্রামের ভেন্যু মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৫ মে। এরপর ২৩ মে থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

এর আগে অবশ্য দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। ১১ মে থেকে সেটি হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে বাংলাদেশ শেষ টেস্ট খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। পাল্লেকেল্লেতে বাংলাদেশ দুই ম্যাচ খেলেছিল। যার মধ্যে প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্ট হেরে যায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের পরিসংখ্যান ভালো নয়। এখন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে ২২টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। বাকি ১৭টিতেই হার, আর ৪টি ম্যাচ হয়েছে ড্র।

এক নজরে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সময়সূচি :

১১-১২ মে ২০২২, দুই দিনের প্রস্তুতি ম্যাচ, চট্টগ্রাম (এমএ আজিজ স্টেডিয়াম)।

১৫-১৯ মে ২০২২, প্রথম টেস্ট, চট্টগ্রাম।

২৩-২৭ মে ২০২২, দ্বিতীয় টেস্ট, মিরপুর।