ম্যানসিটির স্বপ্ন ভেঙে ইউরোপের চ্যাম্পিয়ন চেলসি

Looks like you've blocked notifications!
ম্যানসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন চেলসি। ছবি : টুইটার  

পেপ গার্দিওয়ালার হাত ধরে প্রথমবার ইউরোপসেরা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ফাইনাল মঞ্চে নীল জার্সিধারী চেলসির সামনে ফিকে হয়ে গেল সিটির স্বপ্ন। ম্যানসিটিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের এবারের চ্যাম্পিয়ন টমাস তুখেলের চেলসি।

গতকাল শনিবার পোর্তোর এস্তাদিও দো দ্রাগাওয়ে চ্যাম্পিয়নস লিগের অল ইংলিশ ফাইনালে ম্যানসিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে চেলসি। দলের হয়ে একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপের চ্যাম্পিয়ন হলো ইংলিশ ক্লাবটি।

গেল আসরে পিএসজিকেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছিলেন কোচ টমাস তুখেল। তবে সেবার আর শিরোপা ছোঁয়া হয়নি তুখেলের। টানা দ্বিতীয়বার কোচ হিসেবে ফাইনালে ওঠা তুখেল এবার চেলসির হয়ে জিতলেন চ্যাম্পিয়নস লিগ। ইউরোপসেরা প্রতিযোগিতায় তৃতীয়বারের মতো ফাইনালে উঠে দুবারই শিরোপা জিতেছে  স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

পর্তুগালে ম্যাচের ৬১ শতাংশ সময় বল দখলে রেখেও সাফল্য পায়নি ম্যানসিটি। সেই দিক থেকে মাত্র ৩৯ শতাংশ সময় বল দখলে রেখে সফল চেলসি। গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ৪২ মিনিটেই আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত।

গোলরক্ষক মঁদির বাড়ানো বল মাঝমাঠে পেয়ে সুযোগ বুঝে হাভার্টজের উদ্দেশে পাস দেন ম্যাসন মাউন্ট। অন্যদিকে পোস্ট ছেড়ে বাইরে চলে আসেন এদেরসন। এর মধ্যেই দারুণ থ্রোতে ফাঁকা জালে বল পাঠিয়ে দেন হাভার্টজ। উৎসবে মেতে ওঠে পুরো দল।

চ্যাম্পিয়নস লিগে নিজের ২০তম ম্যাচে গোল করলেন হাভার্টজ। এতদিন গোলের অপেক্ষায় থাকা হাভার্টজ গোল করলেন ফাইনাল মঞ্চেই। তাঁর গোলেই ব্যবধান হয়ে যায় পুরো ম্যাচের।

বাকি সময় শুধু নিজেদের জাল আগলে খেলেছে চেলসি। এর মধ্যে ৫৫ মিনিটে বড় ধাক্কা খায় ম্যানসিটি। রুডিগারের ফাউলে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন সিটির বড় তারকা কেভিন ডে ব্রুইনে।

এরপর বদলি করে গ্যাব্রিয়েল জেসুসকে নামায় পেপ। তাতেও লাভ হয়নি। নামানো হয় সার্জিও আগুয়েরোকেও। কিন্তু কোনোমতেই পেপ গার্দিওয়ালার কৌশল সফল হতে দিলেন না তুখেল। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে ট্রফি নিয়েই মাঠ ছাড়ে লন্ডনের দলটি।