‘ম্যারাডোনা, আপনি সব সময় আমাদের হৃদয়ে থাকবেন’

Looks like you've blocked notifications!

এই কিছুদিন আগে মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছিল দিয়েগো ম্যারাডোনার। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আর্জেন্টাইন কিংবদন্তিকে নেওয়া হয়েছিল অতিরিক্ত অ্যালকোহল আসক্তি থেকে সেরে ওঠার নিরাময় কেন্দ্রে। সেখান থেকে বাসায় ফিরেছিলেন, তবে জীবনযুদ্ধে আর পেরে ওঠেননি। কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।   

আর্জেন্টাইন সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ বুধবার হৃদরোগে আক্রান্ত হন ম্যারাডোনা। খবর দেওয়া হয় হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স পৌঁছেও যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নেওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের রাজপুত্র। সে কথা নিশ্চিত করেছেন তাঁর এজেন্ট মাতিয়াস মোরলা।

ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। তিনি বলেন, ‘দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা… আপনি সব সময় আমাদের হৃদয়ে থাকবেন।’