যে কারণে ১১ কোটির হাতছানি উপেক্ষা করলেন রায়না
ব্যক্তিগত কারণে এ বছর আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার সুরেশ রায়না। সিএসকে শিবির ছেড়ে আরব আমিরাত থেকে দেশে ফিরে আসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া এই অলরাউন্ডার।
চুক্তি অনুযায়ী এ বছর আইপিএল খেললে ১১ কোটি রুপি আয় করতে পারতেন রায়না। অথচ তিনি তা উপেক্ষা করেন। এমন মোহ তিনি ত্যাগ করতে পেরেছেন নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই। রায়না নিজেই জানিয়েছিলেন, তাঁর বাবার মাসিক আয় ছিল ১০ হাজার টাকা। যা দিয়ে আটজনের পরিবার চালানো অত্যন্ত কষ্টকর ছিল। তবে বাবার কাছ থেকেই শিখেছেন, নিজের জন্য নয়, জীবন আসলে সবাইকে নিয়ে বাঁচার জন্যই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রায়না বলেন, ‘আমার বাবা আর্মিতে কাজ করতেন। তিনি অস্ত্র কারখানায় বম্ব তৈরি করতেন। তাঁর মাসিক উপার্জন ছিল মাত্র ১০ হাজার টাকা, তাই আমাকে দিল্লির কোনো ক্রিকেট কোচিং সেন্টারে ভর্তি করানো সম্ভব ছিল না। সেই সময় কোচিং সেন্টারগুলোর মাসিক বেতন ছিল পাঁচ থেকে আট হাজার টাকা। পরে গুরু গোবিন্দ সিং স্পোর্টস কলেজে বার্ষিক পাঁচ হাজার টাকায় প্রশক্ষিণের সুযোগ পেয়েছিলাম।’
রায়না আরো বলেন, ‘বাবার জীবনের আদর্শই ছিল নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচা উচিত। আর্মিতে উনি যে কাজ করতেন, সেটা অত্যন্ত আবেগ থেকেই করতেন। বাবা বম্ব তৈরি করতেন। তবে সেই সঙ্গে যাঁরা মারা যান, তাঁদের পরিবারের প্রতিও তাঁর নজর থাকত।’