যে পরিসংখ্যান সাফল্যের পথ দেখাচ্ছে বাংলাদেশকে
পুরনো সব ব্যর্থতা ভুলে যেতে চায় বাংলাদেশ। নতুনভাবে শুরুর লক্ষ্য নিয়ে আগামীকাল বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট বসছে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
করোনার কারণে গেল বছর দুবার সিরিজটি স্থগিত হয়েছিল। করোনা বিরতির পর প্রথম মাঠে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে বাংলাদেশ। তবে ক্যারিবীয়দের কাছে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে যায় টাইগাররা। সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন শীর্ষ খেলোয়াড় অংশ নেয়নি। তারপরও টেস্ট সিরিজে বিধ্বস্ত হয় বাংলাদেশ।
পরে নিউজিল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হেয়াইটওয়াশ হয় বাংলাদেশ। বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে প্রশ্ন উঠেছে বড় কোনো দলের বিপক্ষে লড়াই করার সামর্থ্য আছে কি না।
অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে আশাবাদী বাংলাদেশ। অতীত রেকর্ড দলকে আশাবাদী করে তুলছে।
অবশ্য এরই মধ্যে ১২১ টেস্ট খেলেছে বাংলাদেশ দল। জিতেছে মাত্র ১৪টিতে। হেরেছে ৯১টি। এরমধ্যে ৪৩টি ম্যাচে ইনিংস ব্যবধানে হার টাইগারদের। আর ১৬ ম্যাচ ড্র হয়েছে।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র একটিতে। হেরেছে ১৬টিতে। তবে শেষ পাঁচটি ম্যাচের একটি জয়ের সঙ্গে দুটিতে ড্রও করেছে। শ্রীলঙ্কার মাটিতে টাইগারদের জয়টি এসেছিল ২০১৭ সালে। যা ছিল বাংলাদেশের শততম টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর একমাত্র শ্রীলঙ্কার বিপক্ষেই তাদের মাটিতে জিতেছে বাংলাদেশ। তাই লঙ্কানদের বিপক্ষে সেই জয়টি স্মরণীয়।
চার উইকেটে জয় পাওয়া সেই ম্যাচের বেশিরভাগ খেলোয়াড়ই বর্তমান দলে আছেন।
অবশ্য শ্রীলঙ্কা দলের সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা ভালো নয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে কোনো জয় পায়নি। দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারে লঙ্কানরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে দুই ম্যাচে টেস্ট সিরিজ হারে শ্রীলঙ্কা। তাই সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের।