রাজশাহীকে চ্যাম্পিয়ন করে টুর্নামেন্ট সেরা রাসেল

Looks like you've blocked notifications!

দুর্দান্ত পারফরম্যান্সে রাজশাহী রয়্যালসকে বিপিএলের ফাইনালে তুলেছিলেন অধিনায়ক আন্দ্রে রাসেল। গতকাল শুক্রবার শিরোপা জয়ের মঞ্চেও ব্যাটে-বলে দারুণ ছিলেন তিনি। পুরো আসর জুড়ে ভালো খেলে দলকে চ্যাম্পিয়ন করেই ছেড়েছেন রাসেল। তাইতো ব্যাটিং-বোলিংয়ের সেরাদের ছাপিয়ে বিপিএলের টুর্নামেন্ট সেরা হলেন রাজশাহী অধিনায়ক।

গতকাল খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী রয়্যালস। এই ম্যাচেও ব্যাটে-বলে দুর্দান্ত করেন রাসেল। ব্যাট হাতে অপরাজিত ২৭ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন দুটি উইকেট। দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামকে একাই হারিয়ে রাজশাহীকে ফাইনালে তুলেছেন তিনি।

এ ছাড়া পুরো টুর্নামেন্টে ১৩ ম্যাচ খেলে ৫৬.২৫ গড়ে ২২৫ রান করেন রাসেল। সর্বোচ্চ রান করেন চট্টগ্রামের বিপক্ষে ৫৪ রান। বল হাতে ১৩ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। সর্বোচ্চ ৩৭ রান দিয়ে নেন চার উইকেট।

বেশিরভাগ সময় অলরাউন্ডারদের পারফরম্যান্স বিচারে নির্বাচন করা হয় টুর্নামেন্ট-সেরা ক্রিকেটার। সে তালিকায় এবার ছিলেন সৌম্য সরকার, মেহেদী হাসান ও লুইস গ্রেগরি। সৌম্যের দল কুমিল্লা ওয়ারিয়র্স নকআউট পর্বে না উঠলেও টুর্নামেন্টজুড়ে দারুণ ছিলেন তিনি। কুমিল্লার হয়ে ১২ ম্যাচে দুই হাফসেঞ্চুরিতে ৩৩১ রানের পাশাপাশি ১২টি উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে ঢাকার হয়ে খেলা স্পিনার মেহেদী হাসান নিজেকে চিনিয়েছেন অলরাউন্ডার হিসেবে। ঢাকার হয়ে ব্যাট হাতে তিন হাফসেঞ্চুরিতে ২৫৩ রান করার পাশাপাশি বল হাতে ১২টি উইকেট নিয়েছেন তিনি। এ তালিকায় আছেন রংপুর তারকা লুইস গ্রেগরি। টুর্নামেন্টে এক হাফসেঞ্চুরিতে ব্যাট হাতে ২৬২ রানের সঙ্গে বল হাতে ১৫টি উইকেট নিয়েছেন তিনি।

বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার টুর্নামেন্ট-সেরা হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ছয়বারের তিনবারই টুর্নামেন্ট-সেরার পুরস্কার জিতেছেন তিনি। এ ছাড়া অলরাউন্ডার হিসেবে একবার করে জিতেছেন মাহমুদউল্লাহ ও জাইদি। শুধু ব্যাটসম্যানদের হিসেবে একবার জিতেছেন ক্রিস গেইল। গেল আসরেও সেরার মুকুট জিতেছিলেন সাকিব আল হাসান। এবার সাকিবের নিষেধাজ্ঞার মৌসুমে টুর্নামেন্ট সেরার মুকুট উঠল আন্দ্রে রাসেলের মাথায়।