রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি পিএসজি-রিয়াল

Looks like you've blocked notifications!

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচে আজ মঙ্গলবার দিবাগত রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও পিএসজি। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দুই দলের ফিরতি লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

এর আগে প্রথম লেগে পিএসজির মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। আজ নিজেদের ডেরায় সেই ম্যাচের বদলা নিতে নামছে প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়নরা। এ ছাড়া পিএসজি থেকে ৫ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়ালের জন্য ম্যাচটি নকটআউট পর্বে যাওয়ার লড়াইও বলা চলে। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে যাওয়ার মিশনে অনেকটা এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজি।

চলতি লিগে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে পিএসজি। চার ম্যাচের চারটিতেই জিতেছে ফরাসি ক্লাবটি। অন্যদিকে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা রিয়াল সমান চার ম্যাচ খেলে জয় পেয়েছে দুটিতে, বাকি দুটির একটিতে ড্র, আরেকটিতে হার।

ম্যাচটি ঘরের মাঠে হলেও পিএসজিকে হারানো বেশ কঠিন হবে রিয়াল মাদ্রিদের। কারণ ম্যাচটিতে পূর্ণ শক্তির দল নিয়ে খেলবে পিএসজি। দলের সেরা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দুর্দান্ত ফর্মে আছেন ডি মারিয়া-ইকার্দিরা। চোট কাটিয়ে ফিরেছেন মার্কো ভারেত্তি। আক্রমণ ভাগে এমবাপ্পে-কাভানির সঙ্গে দেখা যেতে পারে ব্রাজিল তারকা নেইমারকেও। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিন ফরোয়ার্ড একসঙ্গে খেলাতে পারেনি পিএসজি। এবার সেটাই হতে পারে।

এরপরও মনোবল হারাচ্ছেন না রিয়াল কোচ জিনেদিন জিদান। ম্যাচের আগে বলছেন, কোনো প্রতিশোধ নয়, বরং জয় নিয়েই ভাবছে তাঁর দল। ‌তিনি বলেন, ‘আমরা কোনো বদলার কথা ভাবছি না। ভাবছি শুধু জেতার কথা।’

দিনের আরেক ম্যাচে তুরিনের ক্লাব জুভেন্টাসের মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। জুভেন্টাসের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ২টায়। চলতি লিগে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নকআউটের পথে জুভেন্টাস। অন্যদিকে সাত পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা অ্যাথলেটিকোর নকআউটের নিশ্চয়তা এখনো হয়নি। সব মিলিয়ে তাদের জন্য ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ।

‘সি’ গ্রুপের ম্যাচে শাখতার দোনেস্কের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।  সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে রাত ২টায়।