রাশিয়া হারিয়ে দিল ফিনল্যান্ডকে

Looks like you've blocked notifications!
ইউরো কাপে রাশিয়া ও ফিনল্যান্ডের লড়াই। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে গত বিশ্বকাপে বেশ চমক দেখিয়েছিল রাশিয়া। দ্বিতীয় রাউন্ডে উঠেছিল তারা। কিন্তু ক্রোয়েশিয়ার কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছিল দলটি। এবার ইউরোতেও চমকে দিতে পারে বলেই মনে করেছিল অনেকে। কিন্তু প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে বড় ব্যবধানে হেরে বসে তারা।  

আজ বুধবার সেন্ট পিটার্সবার্গে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাশিয়া জয় তুলে নিয়েছে। ‘বি’ গ্রুপের ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল ফিনল্যান্ডের। এদিন তারা ১-০ জিতেছে। প্রথমার্ধের ইনজুরি সময়ে রাশিয়াকে এগিয়ে দেন আলেকসেই মিরানচাক। বাঁ-পায়ে অসাধারণ বাঁকানো শটে তিনি ফিনল্যান্ডের জালে বড় জড়ান।

এই গোলই রাশিয়ার ভাগ্য লিখে দেয়। ঘরের মাঠে পুরো তিন পয়েন্ট তুলে নেন লাল জার্সিধারীরা।

মিরানচাকের এই গোলে দারুণ সহযোগিতা করেন রুশ অধিনায়ক আর্তেম দাইজুবা। দাইজুবা রাশিয়ার জার্সিতে ২১ ম্যাচে ১৪ গোল করেছেন এবং আটটি করিয়েছেন।

একটি করে জয়ে গ্রুপের তিন দলের পয়েন্ট সমান ৩ করে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে বেলজিয়াম, দুইয়ে রাশিয়া, তিনে ফিনল্যান্ড।

আগামী সোমবার রাশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক। একই সময়ে বেলজিয়ামের বিপক্ষে খেলবে ফিনল্যান্ড।