রাহিকে ক্ষেতে দৌড়ানোর পরামর্শ দিলেন শামি
টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে ফিটনেসের কোনো বিকল্প নেই। সেই তুলনায় বাংলাদেশের তেমন কোনো বোলার নেই। সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে পেস বোলার তৈরি করা বাংলাদেশের জন্য আরো চ্যালেঞ্জের বিষয় হয়ে উঠেছে।
এ ক্ষেত্রে বাংলাদেশের পেস বোলার আবু জায়েদ রাহিকে দারুণ পরামর্শ দিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ফিটনেস ভালো রাখতে রাহিকে ক্ষেতে দৌড়ানোর পরামর্শ দিয়েছেন ভারতীয় বোলার।
গত ডিসেম্বরে ভারত সফর করে বাংলাদেশ দল। সেই সফরে ছিলেন রাহিও। সফর চলার সময়েই স্বাগতিক পেসার শামির কাছ থেকে পান নানা পরামর্শ। এর থেকে একটি পরামর্শ বেশ মনে ধরেছে তাঁর। এ ব্যাপারে তিনি বলেন, ‘শামির সঙ্গে কথা হয়েছিল। উনি বলেছেন, ক্ষেত চেনো? ক্ষেতে দৌড়াও। এতে শরীর ফিট হবে এবং জোরে বল করতে পারবে।’
অভিষেকের পর থেকে টেস্ট ক্রিকেটে নিয়মিত রাহি। গত এক বছর টেস্টে বাংলাদেশের বিবর্ণ বোলিংয়ে তিনিই কিছুটা ভালো করেছেন। পাঁচ টেস্টে ১২ উইকেট নিয়ে তিনি দলের সেরা বোলার। যদিও নিজেকে এখনো সেরা মানছেন না রাহি। তিনি বলেন, ‘এই অনুভূতিটা এখনো আসেনি। অনেক টেস্ট খেলতে চাই। এখন পর্যন্ত আটটা টেস্ট খেলেছি। অন্তত ৫০ থেকে ৭৫টা টেস্ট খেলতে চাই।’
এ ছাড়া কোচ কোর্টনি ওয়ালশ চলে যাওয়ার প্রসঙ্গ টেনে রাহি আরো বলেন, ‘কোচের কাছ থেকে ভালো জিনিসটা মনে রাখার চেষ্টা করি এবং সেভাবেই কাজ করি। কোচ চলে যাওয়া বা আসা আমাদের হাতে নেই। ওয়ালশ আমাকে যে জিনিসটা বলে গেছেন কিংবা চাম্পকা (রামানায়েকে) যেটা বলে গেছেন, তাঁদের কাছ থেকে শেখা, ভালো জিনিসটা মনে রাখার চেষ্টা করি। এটার কোনো বিকল্প নেই।’