রিয়াল মাদ্রিদকে ব্যালন ডি'অর জয়ের মেশিন বললেন এমবাপ্পে
২০২২ সালের ব্যালন ডি'অরের সক্ষিপ্ত তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ৩০ জন খেলোয়াড়ের একজন তিনি। এই পুরস্কার জয়ের ক্ষেত্রে কার সম্ভাবনা বেশি তা নিয়ে কথা বলেছেন এই ফরাসি তারকা।
মার্কার খবরে বলা হয়েছে, ফরাসি ফরোয়ার্ড মনে করেন করিম বেনজেমার এই পুরস্কার জেতার দারুণ সুযোগ রয়েছে। এ ব্যাপারে এমবাপ্পে বলেন, ‘সেরা তিনে বেনজেমা, সাদিও মানে ও আমাকে রাখব। বেনজেমা ৩৪ বছর বয়সে জীবনের সেরা মৌসুম কাটিয়েছেন। যদি সে জিততে না পারে, আমি ব্যালন ডি'অর নিয়ে আস্থা হারিয়ে ফেলব।’
রিয়াল মাদ্রিদ সম্পর্কে এমবাপ্পে বলেন, ‘রিয়াল মাদ্রিদ একটি ব্যালন ডি'অর জয়ের মেশিন, আপনাকে এটি স্বীকার করতেই হবে।’
নিজের এই পুরস্কার জেতার সম্ভাবনা সম্পর্কে এমবাপ্পে বলেন, ‘মাটিতে পা রাখা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি নিশ্চিত যে, পিএসজিতে থাকাকালীন একদিন ব্যালন ডি'অর জিতব আমি। এটা ভণ্ডামি হয় যখন খেলোয়াড়রা বলেন তারা ব্যালন ডি'অর নিয়ে ভাবেন না।’
‘আমি আগে শুধু সেরা দশের মধ্যে থাকতে পেরে খুশি হতাম। এখন আমি নিয়মিত সেরা চার বা পাঁচের মধ্যে আছি। এটা ভালো লাগার।’