রোমাঞ্চ জাগিয়ে পাকিস্তানের কাছে হারল নেদারল্যান্ডস
দাপুটে বোলিংয়ে পাকিস্তানকে অল্পতেই থামিয়ে দেয় নেদারল্যান্ডস। ফলে জয়ের জন্য ডাচদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ২০৭ রানের। এই রান তাড়ায় আশা জাগিয়েও শেষে হতাশা নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিমের ক্যারিয়ার সেরা বোলিংয়ের রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে পাকিস্তান।
রটারডামে গতকাল রোববার রাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসের কাছে ৯ রানে হারে পাকিস্তান। মাত্র ৩৩ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছে পাকিস্তানের বোলার নাসিম শাহ।
এদিন আগে ব্যাট করতে নেমে মাত্র ২০৬ রানেই থেমে যায় পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ছাড়া কেউ হাত খুলে খেলতে পারেননি। অধিনায়কই খেলেন ৯১ রানের ইনিংস। ২ ছক্কা ও ৭ চারে ১২৫ বলে সাজানো ছিল তাঁর ইনিংস। বাকিদের আশা যাওয়ার মিছিলে অল্পতে থামে পাকিস্তান।
জবাব দিতে নেমে প্রায় জয়ের কাছাকাছি চলে আসে নেদারল্যান্ডস। শেষ ৬ ওভারে মাত্র ৩৮ রান দরকার ছিল ডাচদের। কিন্তু ওই সময়েই ম্যাচ ঘুরিয়ে দেন নাসিম ও ওয়াসিম। দুজনে মিলে দাপট দেখিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানকে জয় এনে দেন।
৩ ম্যাচের সিরিজে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই জিতল পাকিস্তান। এই সিরিজ জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশের সমান ১২০ পয়েন্ট নিয়ে এখন তৃতীয় স্থানে আছে পাকিস্তান।
পাকিস্তানের হয়ে বল হাতে ৩৩ রান দিয়ে নেন ৫ উইকেট নাসিম। ওয়ানডে ক্যারিয়ারের মাত্র তৃতীঢ ম্যাচেই উইকেটের স্বাদ পেলেন তরুণ এই ফাস্ট বোলার। আরেক পেসার ওয়াসিম পেয়েছেন ৩৬ রান দিয়ে ৪টি।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪৯.৪ ওভারে ২০৬ (শফিক ২, ফখর ২৬, বাবর ৯১, সালমান ২৪, খুশদিল ২, হারিস ৪, নওয়াজ ২৭, ওয়াসিম ১১, নাসিম ৩, জাহিদ ৯, দাহানি ০*; আরিয়ান ১০-১-৩৪-১, কিংমা ৫.৪-১-১৫-২, ডে লেডে ৯-০-৫০-৩, কুপার ৮-০-৩৩-০, শারিজ ৮-০-৪১-১, ফন বিক ৯-১-৩৩-১)
নেদারল্যান্ডস: ৪৯.২ ওভারে ১৯৭ (বিক্রমজিত ৫০, ও’ডাউড ৩, মুসা ১১, ডে লেডে ৫, কুপার ৬২, এডওয়ার্ডস ৬, নিদামানুরু ২৪, ফন বিক ৮, শারিজ ৫, আরিয়ান ৫, কিংমা ১*; নাসিম ১০-০-৩৩-৫, দাহানি ১০-০-৩৭-০, ওয়াসিম ৯.২-০-৩৬-৪, সালমান ২-০-৫-০, জাহিদ ৮-০-৩৯-০, নওয়াজ ১০-১-৪১-০)
ফল: পাকিস্তান ৯ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ৩-০ তে জিতেছে পাকিস্তান।
ম্যান অব দ্য ম্যাচ: নাসিম শাহ।