রোমার জার্সি পরে হঠাৎ রাস্তায় কিম কার্দাশিয়ান
ইতালিয়ান ক্লাব এএস রোমার লাল জার্সি, বেনি চুলে আর রোদ চশমায় হঠাৎ রাস্তায় মার্কিন তারকা। বলা হচ্ছে, মার্কিন অভিনেত্রী, মডেল ও সমাজসেবী কিম কার্দাশিয়ানের কথা। লস অ্যাঞ্জেলেসের রাস্তায় এমন আউটলুকেই ক্যামেরায় ধরা পড়েছেন তিনি। যে দৃশ্য সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। কিন্তু হঠাৎ রোমার জার্সি পরে রাস্তায় কেন মার্কিন তারকা?
এর কারণ বিশেষ কিছু নয়। এমনকি ক্লাব তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন কি না সেটাও জানা যায়নি। তবে, কার্দাশিয়ানের ফুটবল প্রেম নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন ক্লাবের জার্সিতে দেখা গিয়েছে তাঁকে। এবারও হয়তো তাই।
তবে এবারের জার্সিটি বর্তমানের নয়। এটি ছিল রোমার ১৯৯৭-৯৮ মৌসুমে রেট্রো জার্সি। যে জার্সিতে মাঠ মাতিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুর মতো কিংবদন্তিরা। সেই জার্সি পরেই গতকাল শনিবার (২৮ জানুয়ারি) ক্যামেরার সামনে ধরা দিলেন মার্কিন তারকা। তাঁর সঙ্গে ছিলেন বাস্কেটবল তারকা ত্রিস্টান টম্পসন।
নিজেদের জার্সি পরা কার্দাশিয়ানকে দেখে একটি ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে ইতালিন ক্লাব রোমা। ক্যাপশনে লিখেছে, ‘মাম্মা মিয়া, কিম!’ টি মূলত, একটি রোমান্টিক সিনেমা। সেই ছবিটি নিয়ে মজা নিচ্ছেন রোমার দর্শকরা।
গোল ডটকম জানিয়েছে, এর আগে ২০২২ সালে পিএসজির ২০০১-০২ মৌসুমের অ্যাওয়ে জার্সি পরে ঘুরতে দেখা গেছে মার্কিন তারকাকে।