রোহিতের ঝড়ো ব্যাটিংয়ে মুম্বাইয়ের বিশাল সংগ্রহ

Looks like you've blocked notifications!
বিশাল সংগ্রহ গড়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস। ছবি : সংগৃহীত

রোহিত শর্মার ঝড়ো ইনিংসের ওপর ভর করে বিশাল সংগ্রহ গড়েছে মুম্বাই ইন্ডিয়ানস। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে তারা করে ১৯৫ রান।

আজ বুধবার আবুধাবিতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক টস জেতে মুম্বাইকে ব্যাট করতে পাঠায়। তাঁর এই সিদ্ধান্ত যে ভুল ছিল, প্রথম ইনিংস শেষে সেটা বোঝা গেছে।  

উদ্বোধনীতে ব্যাট করতে নেমে মুম্বাই অধিনায়ক ৫৪ বলে ৮০ রানের চমৎকার একটি ইনিংস খেলেন।

ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কুইন্টন ডি কক শুরুটা ভালো করতে পারেননি। দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় মুম্বাই। শিবম মাভির বলে মারতে গিয়ে আউট হন ডি কক(১)। এরপর তিনে নামা সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা মুম্বাইয়ের ইনিংস গোছানোর কাজটা শুরু করেন।

সূর্যকুমার রানআউট হন ৪৭ রানে। দুজনে ৯০ রানের পার্টনারশিপ গড়ে মুম্বাইকে শক্ত ভিতের ওপর দাঁড় করান। পরে সৌরভ তিওয়ারি (২১),হার্দিক পান্ডিয়া (১৮) দ্রুত ফিরেন। তাই ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি।