র‍্যাশফোর্ডের হ্যাটট্রিকে উড়ছে ম্যানচেস্টার ইউনাইটেড

Looks like you've blocked notifications!
র‍্যাশফোর্ডের হ্যাটট্রিকে ম্যানচেস্টার ইউনাইটেডের দারুণ জয়। ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচে পিএসজিকে হারিয়ে শুভসূচনা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার দ্বিতীয় ম্যাচে আরো দুর্দান্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। মার্কাস র‍্যাশফোর্ডের হ্যাটট্রিকে লাইপজিগকে রীতিমতো উড়িয়ে দিয়েছে উলে গুনার সুলশারের দল।

গতকাল বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে লাইপিজিগকে ৫-০ গোলে হারিয়েছে ম্যানইউ। র‍্যাশফোর্ডের হ্যাটট্রিক ছাড়াও গোল করেছেন ম্যাসন গ্রিনউড ও অঁতনি মার্সিয়াল।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ২১ মিনিটে ম্যানইউকে এগিয়ে নেন গ্রিনউড। পল পগবার বাড়ানো বল ডি-বক্সের বাঁ দিকে পেয়ে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান ইংলিশ তারকা।

প্রথমার্ধের বাকি সময়ে জালের দেখা পায়নি ম্যানইউ। তবে প্রথমার্ধে এক গোল পাওয়া ম্যানইউ দ্বিতীয়ার্ধে গোল উৎসবে মেতে উঠল। তাতে কিছুতেই ম্যাচের নাগাল পেল না লাইপজিগ।

ম্যাচের ৬৩ মিনিটে গ্রিনউডকে তুলে র‍্যাশফোর্ডকে নামান কোচ। এরপরই বদলে যায় দৃশ্য। মাঠে নেমেই কোচের আস্থা রাখেন তরুণ এই ইংলিশ ফরোয়ার্ড। ৭৪ থেকে ৭৮ মিনিটের মধ্যে দুই গোল করেন। এরপর তুলে নেন নিজের হ্যাটট্রিক।

এর মধ্যে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে দলের চার নম্বর গোলটি করেন মার্সিয়াল। ফলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ল ইংলিশ ক্লাবটি।

অন্য গ্রুপের ম্যাচে ফেরেন্সভারোসের মাঠে ২-২ গোলে ড্র করেছে কিয়েভ। জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। জিনাতের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড। রেনের বিপক্ষে ১-০ গোলে জিতেছে সেভিয়া। আর ইস্তাম্বুল বাসাকসেহিরকে ২-০ গোলে হারিয়েছে প্যারিসের ক্লাব পিএসজি।