লাল দুর্গে খেলবেন অ্যান্ডি মারে

Looks like you've blocked notifications!
অ্যান্ডি মারে। ছবি: সংগৃহীত

কোমরে অস্ত্রোপচারের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় অ্যান্ডি মারে। এবার তিনি ওয়াইল্ড কার্ড নিয়ে ফ্রেঞ্চ ওপেনে খেলবেন। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বছরের শেষ এই গ্র্যান্ড স্ল্যাম।

এটিএফ ট্যুরের খবরে জানা গেছে, অ্যান্ডি মারে আবার কোর্টে ফিরছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টেনিসে ফিরতে পারব, তা কল্পনাই করতে পারিনি। গত সাত মাস আমি অনেক পরিশ্রম করেছি। যখন ইনজুরির কারণে ছন্দে ছিলাম না। তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। অবশ্য আমার পরিবার, বন্ধু ও কোচ যেভাবে সাহায্য করেছেন, তাতে আমি কৃতজ্ঞ।’

অবশ্য ইনজুরির কারণে টেনিসকে এক সময় বিদায় জানানোর কথা ভেবেছিলেন ব্রিটিশ তারকা মারে। চোটের সময় মারে বলেওছিলেন, ‘এমন ইনজুরি নিয়ে আরো চার-পাঁচ মাস খেলতে পারব কি না, আমি নিশ্চিত নই।’

২০১২ ও ২০১৬ অলিম্পিক চ্যাম্পিয়ন মারে গ্রান্ডস্লাম জেতেন ২০১২ ইউএস ওপেন। আর ২০১৩ ও ২০১৬ সালে জেতেন  উইম্বলডন।