লিটন বিশ্বমানের ব্যাটসম্যান : মাহমুদউল্লাহ

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে স্বপ্নের মতো সিরিজ পার করল লিটন দাস। টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও আলো ছড়িয়েছেন এই তারকা ব্যাটসম্যান। ওয়ানডেতে দুই সেঞ্চুরি হাঁকিয়ে হয়েছেন সিরিজসেরা, টি-টোয়েন্টিতেও সিরিজ-সেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে। সব মিলিয়ে লিটন ছুটছেন দারুণ ছন্দে।
আজ বুধবার লিটনেই ব্যাটেই জিম্বাবুয়েকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এমন পারফরম্যান্সের পর লিটনকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক মাহমুদউল্লাহ। লিটনের ব্যাটিং মুগ্ধ করেছে অধিনায়ককে। তাইতো ডানহাতি ব্যাটসম্যানকে বিশ্বমানের ব্যাটসম্যানের আখ্যা দিলেন তিনি।
ম্যাচ পরবর্তী সম্মেলনে লিটনের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি যত দিন ধরে লিটনকে চিনি, ওকে আমার বিশ্বমানের ব্যাটসম্যান মনে হয়। এমন না এই সিরিজে রান করেছে বলে আমি এটা বলছি। সে আসলেই বিশ্বমানের ব্যাটসম্যান। ও খুব সাবলীলভাবে ব্যাটিং করে। থাকে নির্ভার। ইনিংসের প্রথম বল থেকেই এমন ব্যাট করে। আমি আশা করছি সামনের দিকেও এমন ধারাবাহিকতা রাখবে।’
এদিকে করোনাভাইরাসের কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হতে যাওয়া বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ম্যাচ স্থগিত করা হয়েছে। এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ্ বলেন, ‘আপাতত আমরা ডিপিএল নিয়ে ভাবছি। আর এটা (বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ম্যাচ) তো আমাদের হাতে নেই। তবে হলে আমাদের জন্য দারুণ একটা অভিজ্ঞতা হতো। সবার জন্য ভালো হতো। এত দিন জিম্বাবুয়ে সিরিজ নিয়ে ভেবেছি। এখন থেকে ডিপিএল নিয়ে চিন্তা করব।’