লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতা। অতিরিক্ত সময়েও এলো না ফলাফল। এরপর ম্যাচের ভ্যগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতল আর্সেনাল।
ওয়েম্বলি স্টেডিয়ামে গতকাল শনিবার অনুষ্ঠিত ম্যাচে লিভারপুলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে আর্সেনাল। আর্সেনালের হয়ে টাইব্রেকারে গোল করেন রিস নেলসন, এইন্সলে মেইটল্যান্ড-নাইলস, সেডরিক সোরেস, দাভিদ লুইস ও পিয়েরে-এমেরিক অবামেয়াং। অন্যদিকে লিভারপুলের হয়ে গোল করেন মোহাম্মদ সালাহ, ফাবিনিয়ো, তাকুমি মিনামিনো ও কার্টিস জোন্স। ক্রসবারে মেরে গোল করতে ব্যর্থ হন রিয়ান ব্রিস্টার।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ও এফ এ কাপের চ্যাম্পিয়নের মধ্যে হয় এই কমিউনিটি শিল্ড। এই প্রতিযোগিতায় রেকর্ড ২১বার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ষোলবার জিতে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল আর্সেনাল। তৃতীয় স্থানে থাকা লিভারপুলের শিরোপা ১৫টি।
গতকাল ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। দ্বাদশ মিনিটে বাঁ-দিক থেকে বুকায়ো সাকার বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে ডান পায়ের দারুণ শটে আর্সেনালকে এগিয়ে নেন অবামেয়াং।
ম্যাচের অনেকটা সময় এগিয়ে থেকেই খেলে যায় আর্সেনাল। কোনোভাবেই আর্সেনালের জালে বল পাঠাতে পারছিল না প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। চেনা ছন্দে ছিলেন না ক্লপের শিষ্যরা।
শেষ পর্যন্ত ৭৩ মিনিটে লিভারপুল শিবিরে স্বস্তি ফেরান মিনামিনো। গোলমুখ থেকে বল পেয়ে সহজেই জালে ঠেলে দেন এই ফরোয়ার্ড। এরপর নির্ধারিত ৯০ মিনিট ও ইনজুরি সময়ে কোনো গোল না এলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে জিতে শিরোপা জিতে নেয় আর্সেনাল।