লিভার ক্যানসারে আক্রান্ত বাদল রায়
সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক তারকা ফুটবলার বাদল রায়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শরীরের এক পাশ অবশ ছিল আগে থেকেই। এর পাশাপাশি নানান উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউতে আছেন তিনি। এবার শোনা গেল আরো একটি বড় দুঃসংবাদ। লিভার ক্যানসার ধরা পড়েছে তাঁর।
এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বাদল রায়ের এক সময়ের সতীর্থ আরেক সাবেক ফুটবলার আবদুল গাফফার। তিনি বলেন, ‘বাদল রায়ের অবস্থা খুবই গুরুতর। তার লিভার ক্যানসার ধরা পড়েছে। এখন স্টেজ ফোরে আছে। ডাক্তাররা তাকে বাসায় নিয়ে যেতে বলেছেন। আমরা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ভাবছি।’
এর আগে গত ৫ নভেম্বর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাদল রায়কে। অবস্থার অবনতি হলে পরে নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে। এখন সেখানেই আছেন।
এর আগে ২০১৭ সালে মস্তিস্কে রক্তক্ষরণের কারণে অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল বাদল রায়কে। পরে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর পর সুস্থ হয়ে দেশে ফেরেন মোহামেডানের এই কিংবদন্তি ফুটবলার।
৮০-এর দশকে ঢাকার ফুটবলে অনেক বড় তারকা ছিলেন বাদল রায়। জাতীয় দল ও মোহামেডানকে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি। মোহামেডানের ম্যানেজারও ছিলেন তিনি।
শুধু খেলোয়াড় হিসেবেই নয় কর্মকর্তা হিসেবেও যথেষ্ট সফল ছিলেন বাদল রায়। তিন মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশেনর সহসভাপতি ছিলেন। এর আগেও বিভিন্ন দায়িত্বে ছিলেন সাবেক এই তারকা ফুটবলার।
রাজনীতির মাঠেও সক্রিয় ছিলেন বাদাল রায়। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই সাবেক ফুটবলার ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দাউদকান্দি থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন। যদিও সেবার হেরে গিয়েছিলেন। এখন তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।