গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব

লুডুতে চ্যাম্পিয়ন সামিনা, রানারআপ লিসা

Looks like you've blocked notifications!
ডিআরইউর গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসবের লুডুতে সাফল্য পেয়েছেন যাঁরা। ছবি : সংগৃহীত

ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসবের লুডুতে চ্যাম্পিয়ন হয়েছেন সামিনা খাতুন রস্নি এবং রানারআপ হয়েছেন ভয়েজ অব এশিয়ার মাকসুদা লিসা।

আজ বৃহস্পতিবার ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বিটিভির নার্গিস জুঁই।

এর আগে সকালে লুডু ইভেন্টের উদ্বোধন করেন ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

খেলায় উপস্থিত ছিলেন ডিআরইউ সহ-সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, কার্যনির্বাহী সদস্য সুশান্ত কুমার সাহা ও ডিআরইউর সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল।

আগামী ১৯ জুন রোববার পুরুষ সদস্যদের ক্যারম (একক) অনুষ্ঠিত হবে।