লেভানদোভস্কির দুর্দান্ত মৌসুম
এক কথায় অসাধারণ। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কিছু না করতে পারলেও ফুটবলের ২০১৯-২০২০ মৌসুমে রবার্ট লেভানদোভস্কিকে মনে রাখবে প্রতিটি দল। পুরো মৌসুমে প্রতিটি দলের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছেন এই পোলিশ স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা তিনি। সব মিলিয়ে দারুণ এক মৌসুম পার করলেন এই স্ট্রাইকার।
এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে ৫৫টি গোল করেছেন লেভানদোভস্কি। গোল সংখ্যায় তাঁর ধারে কাছেও নেই কেউ। চ্যাম্পিয়নস লিগেও মাত্র ৯ ম্যাচ খেলে করেছেন ১৫ গোল। ইউরোপসেরা প্রতিযোগিতায় এবারের সর্বোচ্চ গোলদাতা তিনি।
লিসবনের ফাইনালের দুটি গোল পেলে আরেকটি রেকর্ড হতে পারত লেভানদোভস্কির। আর দুটি গোল করলেই চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে বসতেন এই পোলিশ স্ট্রাইকার। তবে এই রেকর্ড ছুঁতে পারলেন না তিনি। পিএসজির বিপক্ষে জালের দেখা পাননি এই স্ট্রাইকার।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে রোনালদোই এক মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক। প্রতি মৌসুমে নিজের রেকর্ডের কাছে নিজেই গিয়েছেন তিনি। ২০১৩-১৪ মৌসুমে ১৭ গোল করেছিলেন পর্তুগিজ তারকা। ২০১৫-১৬ মৌসুমে করেন সর্বোচ্চ ১৬ গোল। ২০১৭-১৮ মৌসুমেও সর্বোচ্চ গোলটা তাঁর দখলে, ১৫ গোল। এবার ১৫ গোল করে পর্তুগিজ তারকার কাছাকাছি গিয়েছেন পোলিশ তারকা। সব মিলিয়ে আসরটা মনে রাখার মতো কাটিয়েছেন লেভানদোভস্কি।
বায়ার্নের হয়ে তিনটি শিরোপা জিতেছেন লেভানদোভস্কি। প্রথম দুটি হল বুন্দেসলিগা ও জার্মান কাপ। বাকিটি চ্যাম্পিয়নস লিগ। বায়ার্নও ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের মতো জিতেছে ট্রেবল শিরোপা।
গতকাল রোববার দিবাগত রাতে লিসবনের এস্তাদিও দ্য লুজ স্টেডিয়ামের অনুষ্ঠিত ফাইনালে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৫৯ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন কিংস্লে কোম্যান। তাঁর গোলের মাধ্যমেই ৫০০ গোল করার রেকর্ড স্পর্শ করে জার্মান ক্লাবটি।