শক্ত জুটিতে শ্রীলঙ্কার ভালো শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/29/2.jpg)
টস জিতেই লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে জানিয়েছিলেন, শুরুর দিনে উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হবে। হয়েছে সেটাই। ব্যাটিং করতে নেমে প্রথম থেকেই দাপট দেখাচ্ছেন দুই ওপেনার করুনারত্নে ও লাহিরু কুমরা। প্রথম ১০ ওভারের মধ্যে বোলিংয়ে চারবার পরিবর্তন এনেও সাফল্য পায়নি বাংলাদেশ। তবে রানের গতি নিয়ন্ত্রণে রেখেছেন বাংলাদেশের বোলারেরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২৬ ওভারে বিনা উইকেটে ৬৪ রান।
প্রথম টেস্টে ছয় ব্যাটসম্যান এবং পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। এবারও ব্যতিক্রম হয়নি। একাদশে তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তবে এই ম্যাচে পেস বিভাগে একটি পরিবর্তন আনা হয়েছে। একাদশ থেকে ছিটকে গেছেন এবাদত হোসেন। তাঁর বদলে টেস্ট অভিষেক হয়েছে তরুণ পেসার শরিফুল ইসলামের। বাংলাদেশের ৯৭তম টেস্ট ক্রিকেটার ১৯ বছর বয়সী এই বাঁহাতি পেসার।
কদিন আগেই নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান শরিফুল। এবার টেস্ট অভিষেকও হয়ে গেল মাত্র আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই পেসারের।
অন্যদিকে, শ্রীলঙ্কার দলে আগের ম্যাচ থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে একজনের আজ অভিষেক হয়েছে। চোট পাওয়া পেসার লাহিরু কুমারার জায়গায় একাদশে এসেছেন প্রাভিন জয়াবিক্রমা। দশটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে অভিষেক হয়েছে তাঁর। এ ছাড়া লেগ স্পিনিং অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গার বদলে সুযোগ পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস।
প্রথম টেস্টের শেষ দিন ড্র করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটির প্রথম ইনিংসে ৫৪১ রান করে বাংলাদেশ। সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। ৩৭৮ বলে ১৬৩ রান করেছেন শান্ত। আর ৩০৪ বলে ১২৭ রান এসেছে অধিনায়ক মুমিনুলের ব্যাট থেকে।
বিপরীতে ব্যাট করতে নেমে আট উইকেটে ৬৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দুই উইকেটে ১০০ রান তুললে ম্যাচ ড্র ঘোষণা হয়।