শচীনের রেকর্ড ভাঙা খুবই কঠিন : গাভাস্কার
সাবেক ইংল্যান্ড অধিনায়ক জো রুট ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে এখন পর্যন্ত দুটি সেঞ্চুরি করেছেন। তাই গড়েছেন নতুন একটি কীর্তি। বিশ্বের ১৪তম ব্যাটার ১০ হাজার রান করেছেন। তাই আলোচনা শুরু হয়ে গেছে শচীন টেন্ডুলকারের রেকর্ডে হুমকি হতে পারেন ৩১ বছর বয়সী রুট। ভারতীয় সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেছেন, খেলাধুলায় যে কোনো কিছুই সম্ভব, তবে এটি খুব কঠিন কাজ।
ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেন, ‘এটি একটি অনতিক্রম্য রেকর্ড। কারণ শচীনের রেকর্ড ভাঙতে রুটকে আরও প্রায় ছয় হাজার রান করতে হবে। সেখানে পৌঁছাতে আগামী চার-পাঁচ বছরে অনেক রান করতে হবে। রুটের বয়স ৩১ বছর। সে অবশ্যই (রেকর্ড ভাঙতে) পারবে, যদি সে সেই উৎসাহ ধরে রাখতে পারে এবং এগিয়ে যেতে পারে।’
‘অ্যালিস্টার কুক অবসর নিয়েছেন, কিন্তু তিনি এখনও প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন। কখনও কখনও, আপনি যদি দীর্ঘ সময় খেলছেন। আপনার ফর্মও পড়ে যেতে পারে। কারণ মানসিক ক্লান্তি আসে।’
অভিজ্ঞ এই ধারাভাষ্যকার রেকর্ড সম্পর্কে বলেন, ‘খেলায় যেকোনো কিছুই সম্ভব। আমরা প্রথমে ভেবেছিলাম রিচার্ড হ্যাডলির ৪৩১ ভাঙা যাবে না, কিন্তু সেটাকে ছাড়িয়ে গেছে। তারপর আমরা কোর্টনি ওয়ালশের ৫১৯ উইকেটের এর কথা ভাবলাম। তাও ছাড়িয়ে গেছে। তার মানে আমরা কোথায় যাচ্ছি তা দেখুন। এটা অসম্ভব নয়। কিন্তু খুব কঠিন।’
শচীন ২৪ বছরের ক্যারিয়ারে ২০০ টেস্ট ম্যাচে ৫৩-এর বেশি গড়ে ১৫৯২১ রান করেন। টেস্ট ক্রিকেটে তিনিই একমাত্র ব্যাটার যিনি ৫০টির বেশি সেঞ্চুরি করেছেন।