শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো

Looks like you've blocked notifications!
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

গ্লোব সকার অ্যাওয়ার্ডের শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল রোববার রাতে দুবাইয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয় পর্তুগিজ তারকার হাতে।

গোল ডটকমের খবরে জানা গেছে, লিওনেল মেসিকে হারিয়ে এই পুরস্কার জেতেন রোনালদো। লড়াইয়ে আরো ছিলেন লিভারপুলের মোহামদ সালাহ।

পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রোনালদো। আর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনটি, রিয়াল মাদ্রিদের হয়ে দুটি, জুভেন্টাসের হয়ে দুটি লিগ শিরোপা এবং পর্তুগালের হয়ে একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও উয়েফা নেশনস লিগ জিতেছেন তিনি।

এই পুরস্কার জিতে উচ্ছ্বসিত রোনালদো বলেন, ‘যাঁরা আমাকে এই সম্মানের জন্য নির্বাচিত করেছেন, তাদের সবার কাছে কৃতজ্ঞ। এই পুরস্কার নতুন উদ্যমে লড়াই করতে প্রেরণা যোগাবে।’

পর্তুগিজ তারকা আরো বলেন, ‘যে পরিস্থিতির মধ্য দিয়ে এখন পুরো পৃথিবী এগিয়ে যাচ্ছে, সেই ছবিও পাল্টে যাবে। আমরা সবাই আগের মতো আনন্দ করতে পারব।’

ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা বায়ার্ন মিউনিখ রবার্ট লেয়নডস্কি হয়েছেন বছরের সেরা ফুটবলার। সেরা কোচ বায়ার্নের হান্স দিয়েতের ফ্লিক। আর বিশেষ পুরস্কার পেয়েছেন স্পেনের সাবেক অধিনায়ক ইকার ক্যাসিয়াস।