‘শশাঙ্কের বিদায়ে স্বস্তিতে ভারতীয় ক্রিকেট’

Looks like you've blocked notifications!

গতকালই আইসিসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শশাঙ্ক মনোহর। তার পর থেকে মনোহরকে নিয়ে সমালোচনায় মুখর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সাবেক সভাপতি শ্রীনিবাসন। তাঁর মতে, ভারতীয় ক্রিকেটের বিশাল ক্ষতি করেছেন মনোহর। তাই আইসিসি থেকে তাঁর বিদায়ে ভারতীয় ক্রিকেট স্বস্তি পাবে বলেই মনে করেন শ্রীনিবাসন।

গতকাল বুধবার এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর দুবারের দুই বছরের মেয়াদ শেষে পদত্যাগ করেছেন। আইসিসির বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, যত দিন তাঁর স্থলাভিষিক্ত নির্বাচিত না হবেন, তত দিন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।’

মনোহরের পদত্যাগের খবরের পরই নিজের ক্ষোভ ঝাড়েন সাবেক আইসিসি সভাপতি শ্রীনিবাসন। কারণ, ২০১৫ সালের নভেম্বরে হঠাৎ করে তাঁকে সরিয়ে মনোহরকে দায়িত্ব দেওয়া হয়।

টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে শ্রীনিবাসন বলেন, ‘বিসিসিআইয়ে যখনই নতুন প্রজন্মের কোনো নেতা উঠে এসেছে (সৌরভ গাঙ্গুলী), মনোহর তখন নিরাপত্তাহীনতায় ভুগত। সে জানত, এখানে ওর ভবিষ্যৎ সুরক্ষিত নয়। তাই সে পদ থেকে পালিয়ে গেল।’

শ্রীনিবাসন আরো বলেন, ‘ভারতীয় ক্রিকেটের সে এতটাই ক্ষতি করেছে যে দেশের ক্রিকেট মহল তাঁর পদত্যাগে খুশিই হবে। ভারতীয় ক্রিকেটের অর্থনীতিতেই আঘাত করেছে সে। মনোহর পুরোপুরি ভারতবিদ্বেষী। বিশ্ব ক্রিকেটে ভারতের প্রাসঙ্গিকতা অনেক কমিয়ে দিয়েছে সে। মনোহর এখন পালিয়ে যাচ্ছে, কারণ বর্তমান শাসকরা তাঁকে মোটেই পাত্তা দেয় না। বিসিসিআইকে কার্যত ধ্বংস করে দিয়েছে সে।’

মনোহরের বিদায়ে ভারতীয় ক্রিকেট স্বস্তি পাবে বলেই মনে করেন শ্রীনিবাসন, ‘তাঁর বিদায় ভারতীয় ক্রিকেটের জন্য স্বস্তির। শশাঙ্ক কখনোই লড়াইয়ে টিকে থাকার লোক নয়। ২০১৫ সালে সে ভারতীয় বোর্ড ছেড়েছে, তখন চরম দুর্যোগের সময় ছিল। এখন মহামারির মধ্যে আইসিসি ছেড়ে পালাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি খুশি যে এমন লোক আর আইসিসিতে নেই।’

শশাঙ্ক মনোহরের পদত্যাগের পর আইসিসির চেয়ারম্যান পদের লড়াইয়ে রয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভস, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রাক্তন প্রধান ডেভ ক্যামেরন এবং বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী।