শামির বোলিং তোপে দিল্লি থামল ১৫৭ রানে

Looks like you've blocked notifications!
দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে অল্প রানে আটকে ফেলেছে কিংস ইলেভেন পাঞ্জাব। ছবি : সংগৃহীত

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। তাঁর এই সিদ্ধান্ত যে খুব একটা ভুল ছিল না, সেটা ম্যাচের প্রথম ইনিংস শেষে বোঝা গেছে। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে অল্প রানে আটকে ফেলেছে তারা। নির্ধারিত ওভারে দিল্লি ১৫৭ রানে থেমেছে।

উইকেটে কিছুটা ঘাস থাকায় দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও শিখর ধাওয়ান শুরুতে খুব একটা সুবিধা করতে পারেননি। মোহাম্মদ শামির বোলিং তোপ ছিল প্রথম ওভার থেকেই।

ধাওয়ান (০) দ্রুত ফিরেন রান আউট হয়ে। তবে সবুজ ঘাসের উইকেট পেয়ে বল হাতে আগুন জ্বালাতে শুরু করেন শামি। তাঁর বল মারতে গিয়ে ফেরেন পৃথ্বী শ (৫)।  হেটমায়ারকেও (৭) ফেরান শামি।

দিল্লির হয়ে কিছুটা ভালো করেন ঋষভ পন্ত ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দুজনে ৭৩ রানের পার্টনারশিপ গড়েন। পন্ত ৩১ রান করেন এবং শ্রেয়াস করেন ৩৯ রান।

শামির শিকার হন আইয়ারও। চার ওভারে ১৫ রান দিয়ে তিনটি উইকেট নেন ভারতীয় পেসার। শেষ দিকে স্টোয়নিস ব্যাটে ঝড় তুলে ২১ বলে ৫৩ রান করেন।