শিগগিরই ঢাকায় আসছেন ডমিঙ্গো

Looks like you've blocked notifications!
জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ছবি : সংগৃহীত

গতকাল মঙ্গলবার শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই  আসরে অংশ নেওয়া খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতে শিগগিরই ঢাকায় আসছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

অবশ্য অন্য কোচিং স্টাফরা এই মুহূর্তে আসবেন না বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। এ ব্যাপারে আকরাম খান বলেন, ‘দু-একদিনের মধ্যে ঢাকায় আসছেন জাতীয় দলের প্রধান কোচ ডমিঙ্গো। দলের অন্য স্টাফদের এখন কোনো কাজ না থাকায়, তারা পরে আসবেন।’

বিসিবির এই পরিচালক আরো বলেন, ‘আমাদের সভাপতি চাচ্ছেন প্রধান কোচ খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করুক, পরে যখন আমাদের অনুশীলন পুরোদমে শুরু হবে, তখন অন্য কোচরা যোগ দেবেন।’

বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষেই দেশে ফিরে গিয়েছিলেন ডমিঙ্গোসহ অন্য কোচিং স্টাফরা।

এদিকে নিল ম্যাকেঞ্জি ব্যাটিং কোচের চাকরি ছেড়ে দেওয়ার পর নিউজিল্যান্ডের সাবেক খেলোয়াড় ক্রেগ ম্যাকমিলানকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে ম্যাকমিলান তাঁর বাবার মৃত্যুর কারণে মানসিকভাবে ভেঙে পড়ায় দায়িত্ব নিতে রাজি হননি।

আকরাম বলেন, ‘আমরা এখনো উপযুক্ত ব্যাটিং কোচ খুঁজে পাইনি। কিছু কোচের সঙ্গে আলোচনা চলছে।’