শিরোপার লড়াইয়ে মাহমুদউল্লাহ-নাজমুল একাদশ

Looks like you've blocked notifications!
বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ। ছবি : সংগৃহীত

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ। আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা দেড়টায় লড়াইয়ে নামবে দুই দল।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে আজ হচ্ছে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচটি।

ম্যাচটি বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

তিন দলের এই টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠে নাজমুল একাদশ। লিগ পর্বে চার ম্যাচের  তিনটিতেই জয় পায় এবং একটিতে হারে তারা। অন্যদিকে মাহমুদউল্লাহ একাদশ দুটি ম্যাচে জয় পায়। টুর্নামেন্টের আরেক দল তামিম একাদশ হতাশাজনক পারফরম্যান্স দেখায়। চার ম্যাচে মাত্র একটিতে জয় পায় দলটি। তাই লিগ পর্ব থেকেই বিদায় নেয় তারা।

লিগ পর্বের পারফরম্যান্সে এগিয়ে নাজমুল একাদশ। অবশ্য ওয়ানডে ক্রিকেটে দিনের পারফরম্যান্সই পার্থক্য গড়ে দেয়।

ফাইনালে সাফল্যে আশাবাদী মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা ফাইনালে উঠেছি, আনন্দের বটে। তবে সাফল্য পেতে হলে ফাইনালে ভালো খেলতেই হবে আমাদের।  দলের প্রত্যেক খেলোয়াড় নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে মুখিয়ে আছে।’

চ্যাম্পিয়ন হতে আশাবাদী নাজমুল হোসেন শান্তও, ‘আমরা এখন পর্যন্ত টুর্নামেন্টে ভালো খেলেছি। কাল ভালো খেলতে পারলে আমরা শিরোপা জিততে পারব। সবাই জয়ের জন্য উদগ্রীব।’

তবে নাজমুল একাদশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক রহিম চোটে আক্রান্ত। শেষ ম্যাচে কাঁধে চোট পান তিনি। কাল মাঠে নামতে পারবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়।